Advertisement
Advertisement
Delhi

জুয়ার নেশাই কাল! সর্বস্ব খুইয়ে সোনার দোকানে ডাকাতি বিএসএফ জওয়ানের, গ্রেপ্তার করল পুলিশ

এই জওয়ান ২০২৩ জালে বিএসএফে যোগ দেন।

BSF jawan arrested for looting gold shop in Delhi
Published by: Subhankar Patra
  • Posted:July 24, 2025 4:16 pm
  • Updated:July 24, 2025 4:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএফ জওয়ান চোর! একটি সোনার দোকান থেকে ব্রেসলেট চুরির অভিযোগে গ্রেপ্তার বিএসএফের জওয়ান। ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা জেলায়। জুয়ার নেশায় প্রচুর টাকা খোয়া যাওয়ায়, টাকার তাগিদে এই কাজ করেছেন বিএসএফ জওয়ান, এমনটাই জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিএসএফ জওয়ানের নাম গৌরব যাদব। তিনি মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা। ২২ বছরে এই জওয়ান ২০২৩ জালে বিএসএফে যোগ দেন। চলতি বছরের মে মাসে তাঁর প্রশিক্ষণ শেষ হয়। পোস্টিং হয় পাঞ্জাবের ফাজিলাকায়। সেখানেই কর্মরত ছিলেন। কিন্তু অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়েন তিনি। অনেক টাকা ক্ষতি হয় গৌরবের। তারপরই ছুটি পেয়ে এই কাণ্ড ঘটিয়েছেন ওই জওয়ান।

দিল্লিতে জুন মাসের ১৯ তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়। এক স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ করেন, তার দোকানে ডাকাতি হয়েছে। এক ব্যক্তি বন্দুক দেখিয়ে চারটি সোনার ব্রেসলেট ছিনিয়ে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তাতেই দেখা যায় অভিযুক্ত হেঁটে দোকান এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। তদন্তে নেমে মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায় অভিযান চালায় দিল্লি পুলিশ। বাড়ি এলাকা থেকে অভিযুক্ত জওয়ান গৌরবকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের থেকে দু’টি ব্রেসলেট উদ্ধার করেছে পুলিশ। বাকি দু’টি তিনি ২ লক্ষ টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছে পুলিশ। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ধৃত জেরার মুখে অপরাধ স্বীকার করেছে। জওয়ান জানিয়েছেন, জুন মাসের ১৮ তারিখ ছুটি পান তিনি। পাঞ্জাব থেকে, ট্রেন করে দিল্লি আসেন। সেখান থেকেই একটি খেলনা বন্দুক কেনেন তিনি। তারপর দোকানে গিয়ে ডাকাতি করে পালিয়ে যান। তবে সরাসরি বাড়ি ফেরেননি তিনি। দিল্লি থেকে মেরুট, লখনউ হয়ে তারপর শিবপুরীতে আসেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ