Advertisement
Advertisement
BSF

উপত্যকায় জঙ্গিদমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান, ঘনাচ্ছে রহস্য

তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।

BSF jawan goes missing in Srinagar
Published by: Subhodeep Mullick
  • Posted:August 1, 2025 11:56 am
  • Updated:August 1, 2025 12:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান। তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে ওই জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, নিখোঁজ জওয়ানের নাম সুগম চৌধুরী। বয়স ২৪ বছর। বিএসএফের ৬০-তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। কর্মরত ছিলেন পান্থাচকের সদর দপ্তরে। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুগমের খোঁজে উপত্যকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এবং শ্রীনগর রেল স্টেশনে চিরুনি তল্লাশির পরও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যেই পান্থাচক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সুগমের নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে তাঁর পরিবারকেও। 

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর গোটা উপত্যকাজুড়ে শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ অভিযানে পহেলগাঁও হামলায় যুক্ত ৩ পাক জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর এতদিন গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই সূত্র ধরেই লোকেশন খুঁজে হত্যা করা হয় জঙ্গিদের। সকাল ৮টা থেকে ১১টা মাত্র তিন ঘণ্টার অপারেশনে মুসার পাশাপাশি খতম হয় আরও দুই পাক জঙ্গি। এই পরিস্থিতিতে আচমকা এক বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় ঘনাচ্ছে রহস্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ