Advertisement
Advertisement
BSF

সংঘর্ষবিরতির মধ্যেই পাঞ্জাবে উদ্ধার বিপুল অস্ত্র, ফের কোনও নাশকতার ছক পাকিস্তানের?

একটি হলুদ প্লাস্টিকের প্যাকেট থেকে এই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়।

BSF, Punjab Police seize explosives, arms and ammunition at amritsar border
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 11, 2025 12:35 pm
  • Updated:May 11, 2025 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির মধ্যেই নাশকতার ছক বানচাল করল বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। অমৃতসর সীমান্তের কাছে উদ্ধার বিপুল পরিমাণ গোলাবারুদ। তদন্তকারী আধিকারিকদের অনুমান, সীমান্তের ওপার থেকে ড্রোনে করে এনে এইসব অস্ত্র এপারে পাঠানো হয়েছে।

Advertisement

বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথ অভিযানে নামে। অভিযান চালানো হয় অমৃতসরের ভারত-পাক সীমান্তের কাছে শেখ ভাট্টি গ্রামে। সেখানেই ২.৭ কেজি বিস্ফোরক, দু’টি ডিটোনেটর, দু’টি হ্যান্ড গ্রেনেড, দু’টি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড কার্তুজ-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।

একটি হলুদ প্লাস্টিকের প্যাকেট থেকে এই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে এগুলি পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছে। অমৃতসর গ্রামীণ পুলিশের এসএসপি মনিন্দর সিং জানিয়েছেন, মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কেউ এর সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে সংঘর্যবিরতিতে রাজি হয়েছে ভারত। রবিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব-সহ সীমান্তবর্তী রাজ্যগুলি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে শনিবার রাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। এবার সীমান্তে এত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হল। নতুন করে অশান্তি সৃষ্টি করার জন্যই এত বিপুল পরিমাণ অস্ত্র সীমান্তে এপারে পাঠানো হয়েছে বলেই মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement