সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাকিস্তানের। জঙ্গি পাঠিয়ে নতুন করে ভারতে নাশকতার সেই ছক ভেস্তে দেয় বিএসএফ। এবার ভিডিও প্রকাশ করে পাকিস্তানের প্রচেষ্টা বানচাল করা এবং প্রত্যাঘাতের কথা জানাল বিএসএফ।
মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনীর তরফে নতুন ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গত ৬ মে গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানের পরের দিন রাতে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাক রেঞ্জার্স। এরপরই বিএসএফের তরফে পালটা আঘাতে সীমান্তের ওপারে থাকা জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়। ঠিক সেই সময় পাক রেঞ্জার্সদের পালাতে দেখা যাচ্ছে। এদিনের প্রকাশিত ভিডিওতে সীমান্ত থেকে কমপক্ষে ২ কিলোমিটার ভিতরে ঢুকে বিএসএফ কত নিঁখুত ভাবে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছে সেই দৃশ্য দেখা গিয়েছে। পাক রেঞ্জার্সের বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের ছবিও দেখা গিয়েছে ভিডিওতে।
বিএসএফের জম্মু সীমান্তের আইজি শশাঙ্ক আনন্দ বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ক্রমাগত ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে।” তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাক রেঞ্জার্স নিজেদের পোস্ট থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিল। এদিকে বিএসএফের পুরুষ ও মহিলা আধিকারিকরা নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন।” বিএসএফের তরফে জানানো হয়েছে, গত ৭ মে রাতে পাকিস্তানের একাধিক জায়গা থেকে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা হয়েছিল। যদিও পাকিস্তানের সেই চেষ্টা প্রতিহত করা হয়।
India’s Operation Sindoor:
India’s BSF releases visuals of destruction Pakistan post Putwal, Chaprar, Chota Chak, Pakistani rangers running; Indian weapons in action by BSF after Pakistani attack
Vdo ctsy: BSF
— Sidhant Sibal (@sidhant)
বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এসএস মান্দ বলেন, “আমাদের কাছে খবর আসে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। এরপরই সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়। ৭ মে রাতে দেখা যায় ৪০ থেকে ৫০ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। এরপরই তাদের সেই উদ্দেশ্যকে প্রতিহত করে আমাদের জওয়ানরা।”
বিএসএফের তরফে জানানো হয়েছে, এতে কোনও ভারতীয় জওয়ান আহত হননি। অপারেশন সিঁদুরের পরের দিন রাতে পুরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক রেঞ্জার্স। তারপরেরদিনও সীমান্তের একাধিক গ্রাম লক্ষ্য করে মর্টার ছোড়া হয়। যদিও পাকিস্তানের সব হামলারই পালটা জবাব দিয়েছে ভারত। এবার সেই সময়ের ভিডিও প্রকাশ করল বিএসএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.