সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়া, রেলের পর এবার এলআইসিতে (Life Insurance Corporation) বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল সরকার। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, সরকার এলাআইসির অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা স্পষ্ট করেনি সরকার।
Finance Minister Nirmala Sitharaman: Government proposes to sell a part of its holding in LIC by initial public offer.
Advertisement— ANI (@ANI)
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, গত অর্থবছরে রাজকোষে ঘাটতির পরিমাণ ছিল জিডিপির ৩.৮ শতাংশ। আগামী অর্থবছরে এই ঘাটতির পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই উদ্দেশ্যেই বেসরকারি বিনিয়োগ চাইছে কেন্দ্র। ঘাটতি কমানোর লক্ষ্যে এলআইসির (LIC) অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। অর্থাৎ, এলআইসির মালিকানা এখন আর পুরোপুরি সরকারের হাতে থাকবে না। তা আংশিভাবে হলেও বেসরকারি হাতে চলে যাবে। সেক্ষেত্রে এলআইসির কোটি কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। এলআইসির পাশাপাসি আইডিবিআই ব্যাংকেও অংশীদারিত্ব বিক্রি করা হবে। আরও বেশ কয়েকটি সরকারি সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার।
এলআইসি নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। ভারতীয় জীবন বিমা নিগম বন্ধ হয়ে যাওয়ার গুজবও রটে বাজারে।সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এলআইসি বন্ধের কোনও প্রশ্ন না উঠলেও, সংস্থাটি বেসরকারি হাতে চলে যাওয়ায় গ্রাহকরা চিন্তায় পড়বে তা নিয়ে সংশয় নেই। এর আগেও লোকসানে চলা আইডিবিআই ব্যাংককে বাঁচাতে এলআইসির শরণাপন্ন হয়েছিল কেন্দ্র সরকার। সূত্রের খবর, এবার দীর্ঘ সময় লোকসানে চলতে থাকা আইডিবিআই ব্যাংকের ৪০ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় কেন্দ্র। সেই শেয়ারও কিনতে পারে এলআইসি। এই ডুবতে থাকা সংস্থার শেয়ার কিনলে আসলে ক্ষতি এলআইসিরই। অর্থাৎ এবারের বাজেটের পর জোড়া ধাক্কা খেতে পারে ভারতীয় জীবন বিমা নিগম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.