সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংকটের আবহেই বাস দুর্ঘটনা। মাঝ রাস্তায় যাত্রী সমেত উল্টে গেল বাস। ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে (Agra-Lucknow Expressway)। ঘটনায় গুরুতর আহত ১৬ জন যাত্রী । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দিল্লি থেকে বিহারের মধুবনির দিকে যাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। আচমকা আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের মাঝে উল্টে যায়। প্রথমে আশেপাশে মানুষজন ছুটে ঘটনাস্থলে আসেন। উল্টে যাওয়া বাস থেকে তাঁরাই প্রথমে আহত ও আতঙ্কিত যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় কাছের এটওয়া থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে কাছের পি. জি. আই. সাইফাই হাসপাতালে পাঠানো হয়। এটওয়ার স্পেশ্যাল সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ আকাশ তোমর (Akash Tomar) জানান, বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই দিল্লি থেকে বিহারে ফিরছিলেন। দুর্ঘটনায় ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। আহতদের বয়স্ক, মহিলা ও শিশুও রয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে।
16 injured after a bus carrying 45 passengers overturned on Agra-Lucknow Expressway. Injured are being treated at PGI Saifai. The bus was enroute to Madhubani in Bihar from Delhi: Etawah SSP Akash Tomar (File pic)
— ANI UP (@ANINewsUP)
এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় কীভাবে বাসটি উল্টে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের গতি বেশি ছিল। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এটওয়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি সবসময় বাড়িয়ে দেন চালকরা। এতে প্রায়দিনই দুর্ঘটনার ঘটনা ঘটে। সেই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পেশ্যাল সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ আকাশ তোমর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.