Advertisement
Advertisement
Punjab

পাঞ্জাবে মাঝ রাস্তায় উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১০, আহত একাধিক

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bus Accident in Punjab’s Hoshiarpur atleast 10 Dead

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 7, 2025 1:00 pm
  • Updated:July 7, 2025 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা পাঞ্জাবে। মাঝ রাস্তায় বাস উলটে মৃত্যু হল অন্তত ১০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ২৪ জন।

Advertisement

পাঞ্জাবের হোশায়ারপুর জেলার দাসুয়া এলাকায় দাসুয়া-হাজিপুর এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরেই মাঝরাস্তায় উলটে যায়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে দাসুয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এরপরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি মিনি বাস এদিন সকালে দুর্ঘটনার কবলে পরে। বাসটিতে যান্ত্রিক গোলোযাগ ছিল, নাকি চালকের ভুলের জন্য এমন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে জানতে তদন্তত করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে এদিনই একটি SUV গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement