ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে। শুক্রবার রাতে নাসিকে একটি বাস ও ট্রাকের মধ্যে হওয়া সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন। আহত অনেকেই। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইয়াভাতমাল থেকে মুম্বইগামী (Mumbai) একটি বিলাসবহুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নাসিক থেকে পুণেগামী একটি ট্রাকের৷ সংঘাতের অভিঘাতে বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, সংঘাত এতটাই জোরাল ছিল যে সংঘর্ষের পর বাসটি প্রায় ৫০ ফুট খাদে পড়ে যায়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসে আটকে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। এভাবে অনেকেই গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।
Maharashtra: 10 people died & 21 injured after a bus coming from Yavatmal to Mumbai collided with a truck going to Pune from Nashik. All injured are being treated in Nashik. Govt will bear all medical expenses of the injured: Dada Bhuse, Guardian Min of Nashik to ANI
(File pic)
— ANI (@ANI)
এই বিষয়ে এএনআইকে মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী দাদা ভুসে বলেছেন, “নাসিক থেকে পুণে যাচ্ছিল একটি ট্রাক৷ তখনই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহতদের নাসিকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।” তিনি আরও জানিয়েছেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
| Death toll in the Nashik bus fire rises to 11 (10 adults and 1 child).
— ANI (@ANI)
এদিকে নাসিক পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা এগারোয় দাঁড়িয়েছে। এক প্রত্যক্ষ্যদর্শী এই ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁর কথায়, “আমার বাড়ির কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বাসে আগুন ধরে যাওয়ায় অনেকেই পুড়ে মারা যান। চেষ্টা করেও আমরা তাঁদের বাঁচাতে পারিনি। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.