Advertisement
Advertisement
Mumbai

সম্পত্তি নিয়ে বিবাদে সুপারি কিলার দিয়ে বাবাকে খুন! গ্রেপ্তার ছেলে-সহ ৩

আরও একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Businessman killed over property dispute by son in Mumbai

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 24, 2025 8:27 pm
  • Updated:September 24, 2025 8:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি ও কারখানার অংশ নিয়ে বিবাদ! ভাড়াটে খুনি লাগিয়ে বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে। সঙ্গে ব্যবসায়ীর বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছে সুপারি কিলারও।

Advertisement

ঘটনাটি মুম্বইয়ের কান্দিভলির। মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ সইদ। বয়স ৭০ বছর।
গ্রেপ্তার করা হয়েছে সুপারি কিলার মহম্মদ ইসলাম। ছেলে হামিদ সইদ ও তাঁর বন্ধু শানু চৌধুরীকে। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।

মৃত মহম্মদ সইদের নামে কান্দিভলির চারকোপ এলাকায় সরকারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি মেটাল কারখানা রয়েছে। এই কোম্পানি বিনিয়োগ করেছিলেন মৃতার ছেলে হামিদ সইদের বন্ধু শানু চৌধুরী। তিনি ১ কোটি টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, চুক্তি অনুযায়ী মুনাফার শতাংশ দিতে রাজি ছিলেন না মহম্মদ। এবং কারখানা বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই নিয়ে ছেলের বন্ধুর সঙ্গে বিবাদ চলছিল মহম্মদের। এদিকে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বৃদ্ধার বড় ছেলের সঙ্গেও। এরপরই তাঁরা দু’জনে বৃদ্ধকে খুনের পরিকল্পনা করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও কারখানায় যান বৃদ্ধ। সিসিটিভি ফুটেজে গিয়েছে সেখানে যায় সুপারি কিলার মহম্মদ ইসলাম ও আরও একজন। তার ঘণ্টা খানেক পর মহম্মদ সইদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই কারখানার একটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়ে খুনে ব্যবহৃত অস্ত্র।

তল্লাশি চালিয়ে সুপারি কিলার মহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে মৃতের ছেলে ও তাঁর বন্ধুর কথা। দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একজনের খোঁজে তল্লাশি জারি রেখেছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ