Advertisement
Advertisement
মন্ত্রক

মোদি সরকার ২.০: মন্ত্রক বদলাল রাজনাথ-নির্মলার, ঘর সামলাবেন শাহ

বাংলার দুই সাংসদ কোন মন্ত্রক পেলেন?

Cabinet portfolios: Read who gets what in Modi 2.0
Published by: Subhajit Mandal
  • Posted:May 31, 2019 1:14 pm
  • Updated:May 31, 2019 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। মোদি মন্ত্রিসভায় গুরত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ। সেই জল্পনাকে সত্যি করে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেলেন বিজেপি সভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজনাথ সিংকে সরানো হল প্রতিরক্ষা মন্ত্রকে। অন্যদিকে, বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ পেলেন অর্থমন্ত্রক। অরুণ জেটলি মন্ত্রিসভায় শামিল না হওয়ায় এই মন্ত্রকটি কার কাছে যাবে তা নিয়েও জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নির্মলাতেই ভরসা রাখলেন মোদি। যথারীতি রেল মন্ত্রকের দায়িত্বে পীযূষ গোয়েল। আগেরবারের মতোই এবারও সড়ক পরিবহণ মন্ত্রী হলেন নীতীন গড়করি।চমক দিয়ে বিদেশ মন্ত্রকের দায়িত্বে এসেছেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শংকর। চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাঁকে বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চিনকে নজরে রেখেই সিদ্ধান্ত? চমক দিয়ে মন্ত্রিসভায় প্রবেশ জয়শংকরের]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে একাধিক দায়িত্ব সামলাবেন। যার মধ্যে উল্লেখযোগ্য মহাকাশ এবং আণবিক গবেষণা বিভাগ, থাকছে কর্মীবর্গ মন্ত্রক  এবং পেনশন মন্ত্রক। উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে এবারে কিছুটা দায়িত্ব বাড়ানো হয়েছে আমেঠির সাংসদ স্মৃতি ইরানির। তাঁকে দেওয়া হয়েছে মহিলা ও শিশুকল্যাণ দপ্তর, সেই সঙ্গে বস্ত্র মন্ত্রক তাঁর দায়িত্বেই রয়েছে। কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নরেন্দ্র সিং তোমর। পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্বও রয়েছে তোমরের কাঁধে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া পেয়েছেন সার মন্ত্রকের দায়িত্ব। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের অর্জুন মুন্ডা পেয়েছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রক। বাণিজ্য দপ্তরের অতিরিক্ত দায়িত্ব গিয়েছে পীযূষ গোয়েলের কাঁধে।আগেরবারের মতোই  পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব ধর্মেন্দ্র প্রধান।তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে প্রকাশ জাভড়েকর।।

[আরও পড়ুন: মন্ত্রিত্ব বণ্টনের আগে দেখে নিন মোদি মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা]

এরাজ্যের সাংসদ দেবশ্রী চৌধুরিকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। অন্যদিকে, দায়িত্ব আরও কমেছে বাবুল সুপ্রিয়র। তিনি পরিবেশ বন ও জলবায়ু দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মোদির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। তাঁর আগেই নতুন পূর্ণ মন্ত্রীদের মন্ত্রক ভাগ করে দেওয়া হল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement