ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাউকে মিয়াঁ বা পাকিস্তানি বলা আপত্তিকর হতে পারে, কিন্তু তা কখনোই অপরাধ নয়’, এক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। মামলা খারিজ করে আদালতের তরফে জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাভেগে আঘাত বলে যে দাবি করা হচ্ছে তারও কোন যুক্তি নেই। সংবিধানের ২৯৮ ধারা উল্লেখ করে অভিযুক্তকে এদিন বেকসুর খালাস করেছে বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ।
জানা গিয়েছে, শামসুদ্দিন নামে এক সরকারি কর্মী তাঁর সহকর্মী হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছিলেন। শামসুদ্দিন আরটিআই বিভাগের একজন উর্দু অনুবাদক। তাঁর অভিযোগ, একটি মামলা সংক্রান্ত নথি হরিকে দিয়েছিলেন তিনি। তবে হরি সেই নথি নিতে চাননি। পরবর্তী সময়ে নথি নিলেও তাঁকে তাঁর ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। ‘মিয়াঁ’, ‘পাকিস্তানি’, এই ধরনের শব্দ ব্যবহার করে অপমান করা হয়। এমনকী হয় দেখানো ও চাকরি থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। যার ভিত্তিতে হরির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়।
তবে নিম্ন আদালত প্রথমে ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় এই মামলা গ্রহণ করলেও প্রমাণের অভাবে বাকি ধারা বাতিল করা হয়। এর পর মামলা রাজস্থান হাই কোর্ট হয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেখানে বিচারপতি এদিন জানান, যেহেতু শান্তিভঙ্গ হয়নি তাই ৫০৪ ধারা ভিত্তিহীন। ২৯৮ ধারাতেও হরিকে দোষী বলা যায় না, কারণ এই মন্তব্য আপত্তিকর হতে পারে কিন্তু কোনওভাবেই অপরাধ নয়। যার জেরে হরির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে এদিন তাঁকে বেকসুর খালাস করল শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.