Advertisement
Advertisement
Bihar

বিহারেই সম্ভব, সরকারি চাকরির পরীক্ষায় তুমুল হট্টগোল, ছিঁড়ে বিলিয়ে দেওয়া হল প্রশ্নপত্র!

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Candidates allegedly looting papers days after leak allegation in Bihar
Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2024 7:11 pm
  • Updated:December 15, 2024 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বিপিএসসি পরীক্ষা ঘিরে তুমুল বিশৃঙ্খলার অভিযোগ উঠল। গত শুক্রবার ওই পরীক্ষার দিন প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ।
একটি সিসিটিভি ক্লিপে দেখা গিয়েছে পরীক্ষা শুরু হতে ৪০-৪৫ মিনিট দেরি হওয়ার কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষকদের কাছে গিয়ে কারণ জানতে চাইছেন। পুলিশের অভিযোগ, সেই সময়ই সেখানে ঢুকে পড়ে পরীক্ষার্থীদের একটি দল প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে। বাকিরা অন্য প্রশ্নপত্র নিয়ে বিলিয়ে দেন।

Advertisement

পরীক্ষকদের তরফে পুলিশে অভিযোগ জানানোর সময় বলা হয়েছে, সিল করা বাক্সে ছিল প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র ও ওএমআর শিট সেখান থেকে বের করে বিভিন্ন ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল। কিন্তু বিতরণের সময় ৪০-৪৫ মিনিট দেরি হয়ে যাওয়ায় সুপারিটেন্ডেন্ট ও পরীক্ষকদের কাছে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানতে চান, তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।

এরপরই সেখানে পৌঁছয় পরীক্ষার্থীদের অন্য একটি দল। দলটি অন্য ঘর থেকে পরীক্ষকদের ঘরে ঢুকে জানতে চায়, কেন তাদের ঘরে প্রশ্নপত্রের বাক্সের সিল এখনও ভাঙা হয়নি। এরপরই তারা অ্যাটেন্ডেন্স শিট ছিঁড়ে ফেলে। প্রশ্নপত্র ছিঁড়ে ফেলতে থাকে। অনেকে প্রশ্নপত্র লুঠ করে বাইরে নিয়ে এসে বিলিয়ে দিতে থাকে। এমনও রটে যায় পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে সবক্ষেত্রে তা হয়নি। জানা যাচ্ছে, ৫ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তবে সব মিলিয়ে পরীক্ষা ঘিরে বিতর্ক তুঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ