সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাবধান! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে না তো? হ্যাঁ একটু সাবধান হতে হবে বইকি। কারণ, এখ হ্যাকার গ্রুপ না কি দাবি করছে ভারতে ব্যাঙ্কিং সিস্টেম ত্রুটিপূর্ণ। তাই নাকি এটা হ্যাক করা খুব সোজা।
ভারতের খ্যাতনামা সেলেবদের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করার পর এবার নাকি হ্যাকারদের টার্গেট sansad.nic.in সাইট। যে সাইটে লোকসভা রাজ্যসভার সদস্যদের ইমেল অ্যাকাউন্ট রয়েছে। আরও আশঙ্কার কথা, ভারতের ব্যাঙ্কিং সিস্টেমকে হ্যাক করাও নাকি হ্যাকার গ্রুপের পরবর্তী টার্গেট। ডিজিট্যাল লেনদেনও নাকি সুরক্ষিত নয় বলে দাবি জানিয়েছে এই হ্যাকার গ্রুপ। মেসেঞ্জার চ্যাটে একটি খ্যাতনামা ম্যাগাজিনের সাংবাদিককে দেওয়া একটি সাক্ষাৎকারে নাকি এমন কথাই জানিয়েছে হ্যাকার গ্রুপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.