সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: AI ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদিকে অপমান করার অভিযোগ। কংগ্রেস এবং দলের আইটি সেলের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। দিল্লি বিজেপির নির্বাচন সেলের নেতা সংকেত গুপ্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি বিহার কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি AI ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিও-তে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীর স্বর্গগত মা স্বপ্নে তাঁকে বকাবকি করছেন। ওই ভিডিও-তে AI-এর মাধ্যমে মোদির মাকে দিয়ে বলানো হয়েছে, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” ওই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসের তরফে পোস্ট করে বলা হয়, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”
বিজেপির অভিযোগ, ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। বিজেপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী মোদি সবসময় ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করেন। তাঁর মা-কে নিয়ে এভাবে আক্রমণ, শুধু গোটা দেশকে বিভ্রান্ত করাই নয়, দেশের সব মা-বোনেদের অপমান। দিল্লি বিজেপির নির্বাচন সেলের নেতা সংকেত গুপ্তার বক্তব্য, ওই ভিডিওতে প্রধানমন্ত্রীর মৃত মা-কে অসম্মান করা হয়েছে। সার্বিকভাবে মাতৃত্বকেই অপমান করা হয়েছে। তিনি দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেটার ভিত্তিতে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে কংগ্রেস দল ও আইটি সেলের বিরুদ্ধে।
যদিও কংগ্রেস এতে ভুল কিছু দেখছে না। দলের সোশাল মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলছেন, “একজন মা তাঁর সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন। এতে অপমানের কী আছে।” তবে সূত্রের খবর বিহার কংগ্রেসের সোশাল মিডিয়া টিম বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড হল, সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.