Advertisement
Advertisement

Breaking News

Jawed Habib

আর্থিক প্রতারণার অভিযোগ, এবার আইনি জটে জাভেদ হাবিব

হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ।

Case against hairstylist Jawed Habib for cheating with many people
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2025 12:58 pm
  • Updated:September 24, 2025 1:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমপক্ষে দেড়শোজনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

বিষয়টা ঠিক কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে ক্রিক্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। নেপথ্যে ছিল একটি সংস্থা। প্রতারিতদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলা হয়। তাঁদের অর্থ কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়। অভিযোগ, টাকা ফেরানোর সময় এলে দেখা যায়, অস্বিত্বই নেই সংস্থার। উধাও হয়ে যান জাভেদ হাবিবরাও। একাধিকবার যোগাযোগ ও টাকা উদ্ধারের চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এরপরই কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ জানান উত্তরপ্রদেশের একটি থানায়। তাতেই প্রথম বিষয়টা প্রকাশ্যে আসে। এরপর আরও অনেকে একই অভিযোগ নিয়ে রাজ্যের বিভিন্ন থানার দ্বারস্থ হন। 

এবিষয়ে পুলিশ কর্তা কে কে বিষ্ণোই বলেন, “একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। তাঁদের দাবি লক্ষ লক্ষ টাকা খোয়া গিয়েছে। প্রত্যেকেরই অভিযোগ জাভেদ হাবিব, তাঁর ছেলে ও একটি সংস্থার বিরুদ্ধে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগ যে ভিত্তিহীন নয় তা নিশ্চিত করেছেন তদন্তকারীরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ