Advertisement
Advertisement
Case against cartoonist

মোদি ও আরএসএসকে নিয়ে বিতর্কিত পোস্ট, কার্টুনিস্টের বিরুদ্ধে দায়ের এফআইআর

অভিব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ!

Case against Indore cartoonist over obscene posts aimed at maligning RSS's image
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2025 12:19 pm
  • Updated:May 23, 2025 12:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএসকে নিয়ে বিতর্কিত কার্টুন শেয়ার করার জন্য পুলিশ প্রশাসনের কোপে পড়তে হল মধ্যপ্রদেশের এক কার্টুনিস্টকে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। অভিযোগ, হিন্দুদের ভাবাবেগেও আঘাত করেছেন তিনি।

Advertisement

হেমন্ত মালব্য নামের ওই কার্টুনিস্ট সোশাল মিডিয়ায় নিয়মিত একের পর এক কার্টুন শেয়ার করেন। অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর বিভিন্ন নীতিকে নিশানা করে। সদ্য ভারত-পাক যুদ্ধের আবহেও একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করেছেন তিনি। যার সারমর্ম, ট্রাম্প এবং পাকিস্তানকে ভয় পাচ্ছেন মোদি। ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতি করেছে ভারত। ঘটনাচক্রে ওই পোস্টগুলির পরই ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আরএসএসের এক কর্মী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন।

আরএসএসের ওই কর্মীর অভিযোগ, ভগবান শিবকে নিয়ে কার্টুন এঁকে হিন্দুদের ভাবাবেগ আঘাত করেছেন হেমন্ত। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৯৯ এবং ৩৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই কার্টুনিস্টকে এখনও গ্রেপ্তার করা না হলেও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্যপ্রদেশ পুলিশের তরফে সমন পাঠিয়ে ওই কাজের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। যদিও কার্টুনিস্টের বিরুদ্ধে এভাবে মামলা দায়ের হওয়ায় অনেকেই অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে সরব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ