ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দলের কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এছাড়াও প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক রামানা রেড্ডি এবং জগনমোহনের পিএ নাগেশ্বর রেড্ডির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।
গত ১৮ জুন গুন্টুরে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছেছিলেন অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময়ই জগনমোহনের কবভয়ের গাড়ি চাপা দিয়ে দেয় তাঁর দলেরই এক কর্মীকে। পরে হাসপাতালে মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, তিনটি গাড়ির কনভয়ের অনুমতি দেওয়া হলেও, তার থেকে বেশি গাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে। এমন সময় ওই কনভেয়র সামনে পড়ে যান চেলি সিংহাইয়া নামে দলেরই এক সমর্থক। তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ।
জেলা পুলিশ সুপার সতীশ কুমার জানিয়েছেন, কনভয় যাওয়ার সময় চেলি সিং প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে গিয়েছিলেন। সেই সময়ই তিনি পড়ে যান। ঠিক তখনই গাড়ির চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একাধিক বার গাড়িগুলিকে দাঁড়াতে বললেও, কোনও গাড়ি দাঁড়ায়নি। এই ঘটনার পর মৃতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.