Advertisement
Advertisement
Anil Ambani

২,৭৯৬ কোটির দুর্নীতি, এবার অনিল আম্বানি ও রানা কাপুরের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।

CBI Chargesheets Anil Ambani, Rana Kapoor In Rs 2,796 Crore Corruption Case

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2025 2:16 pm
  • Updated:September 19, 2025 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই বৃহস্পতিবার অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের দুটি সংস্থা ও ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে জালিয়াতি লেনদেন সংক্রান্ত মামলায় চার্জশিট দাখিল করেছে। সেখানে রানা কাপুরের স্ত্রী বিন্দু কাপুর এবং দুই কন্যা রাধা ও রোশনি কাপুরের নামও যুক্ত হয়েছে। মামলাগুলি রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল)-এর সঙ্গে সংশ্লিষ্ট, যেগুলি অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএ) অংশ।

Advertisement

অভিযোগ অনুযায়ী, অনিল আম্বানি, যিনি তখন এডিএ গ্রুপের চেয়ারম্যান ও রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর ছিলেন, রানা কাপুরের সঙ্গে যোগসাজশে ইয়েস ব্যাঙ্কের তহবিল থেকে রিলায়েন্সের সংস্থাগুলিতে সরবরাহ করেছিলেন। যার ফলে বেসরকারি এই ঋণদাতা প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির মুখে পড়ে। ২০২২ সালে ইয়েস ব্যাঙ্কের চিফ ভিজিল্যান্স অফিসারের অভিযোগের ভিত্তিতে সিবিআই দুটি ফৌজদারি মামলা দায়ের করে।

অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement