সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ইতিহাসের সর্ববৃহৎ মেডিক্যাল কলেজ দুর্নীতির অন্যতম! কোটি কোটি টাকা ঘুষ! টাকার বিনিময়ে কলেজের অনুমোদন, মান নিয়ন্ত্রণ। মোদি জমানার অন্যতম বড় কেলেঙ্কারির পর্দাফাঁস করল সিবিআই। মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি), বহু বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের-এবং এমনকী ইউজিসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস-এর বর্তমান চ্যান্সেলর ডি পি সিং-এরও।
সিবিআই জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এক সুপরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে মেডিক্যাল কলেজগুলির স্বীকৃতি, পরিদর্শন ও নবীকরণের গোপন তথ্য ফাঁস করা হচ্ছিল। চলছিল কল্পিত পরিকাঠামোর প্রদর্শন, ভুয়ো শিক্ষক ও রোগীর ব্যবস্থাপনা, ঘুষের বিনিময়ে নিয়ন্ত্রক সংস্থার মনপসন্দ রিপোর্ট সংগ্রহ।
অভিযোগে নাম রয়েছে কেন্দ্রীয় সরকারি অফিসার, বেসরকারি কলেজ কর্তা, মধ্যস্থতাকারী, এমনকী মেডিক্যাল রেটিং বোর্ডের সদস্যদেরও। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, দিল্লির এক দল সরকারি আধিকারিক, যাঁরা স্বাস্থ্য মন্ত্রক ও এনএমসির সঙ্গে সরাসরি যুক্ত, তাঁরা গোপন সরকারি নথির ছবি তুলে মোবাইল ফোনে বেসরকারি কলেজের সঙ্গে যুক্ত দালালদের কাছে পাঠাতেন। সেই তথ্যের মধ্যে থাকত নির্দিষ্ট দিনে কোন কলেজে পরিদর্শন হবে, কোন আধিকারিক যাবেন, এবং রিপোর্টে কী কী বলা হয়েছে, সবই। এইভাবে আগাম খবর পেয়ে সংশ্লিষ্ট কলেজগুলি সাজিয়ে রাখত এক ‘ছদ্ম’ ছবি। কিছুক্ষণের জন্য ভাড়া করা ‘ফ্যাকাল্টি’, ভাড়া করে আনা ভুয়ো রোগী, ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে উপস্থিতি দেখানোর জালিয়াতি চলত নিয়মিত। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়া হত মূল্যায়নকারীদের।
সিবিআই যে ৩৪ জনের নামে এফআইআর দায়ের করেছে, তাঁদের মধ্যে রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাওয়াতপুরা সরকার ওরফে রবিশঙ্কর মহারাজ, গুরুগ্রামের বীরেন্দ্র কুমার, দ্বারকার মনীষা যোশী, ইন্দোরের ইনডেক্স মেডিক্যাল কলেজের চেয়ারম্যান সুরেশ সিং ভদোরিয়া, উদয়পুরের গীতাঞ্জলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়ূর রাওয়াল-সহ একাধিক ব্যক্তি। কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা, এটা ভারতের ইতিহাসের সর্ববৃহৎ মেডিক্যাল কলেজ কেলেঙ্কারির অন্যতম। উত্তর ভারতের প্রায় সব রাজ্যের পাশাপাশি দক্ষিণেও ছড়িয়ে এর জাল। এই কেলেঙ্কারির নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.