সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছিল। তাতে আতঙ্ক একটা ছিলই। অবশেষে তা সত্যি হল। সিবিএসই (CBSE)’র দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি তা বাতিল করা হল।
Supreme Court asks Centre, CBSE to issue fresh notification regarding Class 12 examinations and clarify on status of state board exams. The Court will tomorrow continue hearing the case.
Advertisement— ANI (@ANI)
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে এই বিষয়ে সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, করোনা সংক্রমণের জেরে লকডাউন (Lockdown) জারি হওয়ার ফলে সিবিএসইর কিছু পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। পরে তা জুলাইয়ের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
কিন্তু, বর্তমানে যেভাবে দেশজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে তাতে ওই পরীক্ষাগুলি বাতিল করা সিদ্ধান্ত নিয়ে সিবিএসই কর্তৃপক্ষ। এই বিষয়ে দিল্লি, মহারাষ্ট্র ও ওড়িশা সরকারের আবেদনের কথাও বিচারপতির সামনে উল্লেখ করেন তিনি। আরও জানান, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এখনই এই পরীক্ষা নিতে পারবেন না।
পাশাপাশি সলিসিটার জেনারেল আরও জানান যে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। যে পড়ুয়া পরীক্ষা দিতে চান তাদেরই একমাত্র পরীক্ষা নেওয়া হবে।
এরপরই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, এই বিষয়ে বোর্ডের পরিকল্পনার কথা জানিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে। আর শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.