সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাক সেনা। সোমবারও তাদের সেই অভ্যাসের অন্যথা হল না। এদিন ভোর ৬.২০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটিতে ভারতীয় সেনা ও গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে পাকিস্তান। মূলত ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ছে পাক রেঞ্জার্সরা। তবে ভারতীয় সেনাও মোক্ষম জবাব দিচ্ছে। সেনার একটি সূত্র জানাচ্ছে, অমরনাথ যাত্রা শুরু ও পবিত্র রমজান মাস চলাকালীন ভারতে জঙ্গিদের ঢোকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই।
Jammu&Kashmir: Ceasefire violation by Pakistan along the Line of Control in J&K’s Krishna Ghati sector, from 6:20 am today.(Earlier Visuals)
Advertisement— ANI (@ANI_news)
তবে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল এম মেহতা। তবে তাঁর আশঙ্কা, সীমান্তের কাছে জঙ্গিদের লঞ্চ প্যাডে ভারী আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে পাক সেনা ও আইএসআই। জঙ্গিদের কাছে ভারী মর্টার, আরসিএল, আরপিজি ও অন্যান্য স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে। যার সাহায্যে উৎসবের মরশুমে ভারতে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। তবে ভারতীয় সশস্ত্র বাহিনীও যোগ্য জবাব দিচ্ছে বলে জানিয়েছেন কর্নেল এম মেহতা। তাঁর বক্তব্য, “আমাদের ট্রুপ পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে। পয়লা জুন থেকে এখনও পর্যন্ত নয়বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত ৭২ ঘন্টায় অন্তত ছয়বার পাক রেঞ্জার্স গুলি ছুড়েছে।” এদিন কেজি ও নৌশেরাতেও গুলি ছুড়েছে পাকিস্তান, জানিয়েছেন কর্নেল এম মেহতা।
Pakistan is using heavy mortars,RCL guns,RPGs and heavy automatics. Giving befitting reply in equal measure to them: Defence Spox on CFVs
— ANI (@ANI_news)
রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের একটি সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিদের হামলায় তিন পুলিশকর্মী ও একজন অধাসেনা আহত হয়েছেন। শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গতকাল গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়তে শুরু করে চম্পট দেয় জঙ্গিরা। পৃথক একটি ঘটনায় সোপিয়ান পুলিশ স্টেশনে এক নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে এক জঙ্গি গুলি চালায় রবিবার। পাল্টা পুলিশ গুলি ছুড়তে শুরু করে পালিয়ে যায় হামলাকারী জঙ্গি। নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এক সাংবাদিক বৈঠকে ব্রিগেডিয়ার ওয়াই এস আহলাওয়াত পাক সেনার কড়া সমালোচনা করেন। জানিয়ে দেন, ফিদায়েঁ হামলার ছক বানচাল করে অন্তত পাঁচ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ গত তিনদিনে এই নিয়ে অন্তত পাঁচবার বড় নাশকতা রুখে দিয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী৷
Three security force personnel injured as suspected hurl grenade at bunker in Saraf Kadal area of Srinagar.
— Press Trust of India (@PTI_News)
ব্রিগেডিয়ার আহলাওয়াত আরও জানান, সেনাবাহিনীর তল্লাশি অভিযানে উরি থেকে পাঁচটি একে-৪৭, প্রচুর বিস্ফোরক, সামরিক পোশাক, শুকনো খাবার ও পাকিস্তানে তৈরি আইইডি উদ্ধার হয়েছে৷ রমজান মাসে জঙ্গিরা যাতে উপত্যকায় কোনওভাবেই অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে সেনা৷ জম্মু ও কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা অটুট রাখা ও সাধারণ মানুষের প্রাণ রক্ষা করার দায়িত্ব সেনা যথাযথভাবে পালন করছে বলেও বাহিনীর তরফে জানানো হয়েছে৷
রবিবার দিনভর নিয়ন্ত্রণরেখার কাছে একের পর এক এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা৷ জম্মু ও কাশ্মীরের রামগড়ে সকালে প্রায় ৪৫ মিনিট গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ সকাল ৯.৪৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার ভীমবার গলি সেক্টরেও গুলি ছোড়ে পাক সেনা৷ পুঞ্চ জেলায় শনিবার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ও মর্টার বর্ষণ করতে থাকে পাক সেনা৷
J&K : Nine ceasefire violations by Pakistan since June 1: Visuals from Poonch’s KG sector, which is the 6th CFV in the last 72 hours.
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.