Advertisement
Advertisement
Indus Waters Plans

সিন্ধু জলচুক্তি স্থগিতে কতটা উপকৃত ভারত? কৌশলগত প্রচারে নামবে কেন্দ্র

জলচুক্তি নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রচার চালাবে কেন্দ্রীয় মন্ত্রীরা।

Central Government now Plans To Utilise Indus Waters Plans Public Outreach
Published by: Kishore Ghosh
  • Posted:June 30, 2025 5:13 pm
  • Updated:June 30, 2025 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির পরেও সিন্ধ জলচুক্তি নিয়ে ভারত-পাক ‘যুদ্ধ’ অব্যাহত। ক’দিন আগে অমিত শাহ জানিয়ে দিয়েছেন, ‘ওরা শুকিয়ে মরলেও সিন্ধু জলচুক্তি চালু করব না।’ পালটা প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্য, “সিন্ধু জলচুক্তি পুনর্বহাল না করলে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করবে”। এই আবহে সিন্ধু জলচুক্তি নিয়ে কৌশলগত প্রচারে নামতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেমন সেই কৌশল?

সিন্ধু জলচুক্তি স্থগিত করার পিছনে ভারতের উদ্দেশ্য ঠিক কী, তা নাগরিকদের কাছে ব্যাখ্যা করবে কেন্দ্র। এই উদ্যোগের মূল লক্ষ্য হল দশকের পর দশক ধরে চলা চুক্তি স্থগিত করার ফলে ভারত কীভাবে, কতখানি উপকৃত হচ্ছে, সেই সম্পর্কে প্রচার চালানো। সূত্রের খবর, সিন্ধু জলচুক্তি সংক্রান্ত প্রচারে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁরা এই চুক্তির কৌশলগত পদক্ষেপগুলি সহজ ভাষায় জনগণকে, বিশেষ করে উত্তর ভারতীয় রাজ্যগুলির বাসিন্দাদের কাছে ব্যাখ্যা করবেন।

এই উদ্যোগের বৃহত্তর উদ্দেশ্য হল, একটি দীর্ঘমেয়াদী জল ব্যবস্থা কৌশল তৈরি করা। যাতে করে সিন্ধু নদীর জলের আরও ভালো ব্যবহার সম্ভব হবে উত্তর ভারতে। সরকার জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের নদীগুলির জলস্রোত সহজ তথা বাড়ানোর পরিকল্পনা করেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় চারটি রাজ্যের ১৩টি খালের জল জলের পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ভারত উদবৃত্ত জল ব্যবহার করতে সক্ষম হবে। এছাড়াও আগামী তিন বছরের মধ্যে চন্দ্রভাগা নদীর সঙ্গে সংযুক্ত হবে ১৬০ কিলোমিটার দীর্ঘ আরও একটি খাল। এছাড়াও সিন্ধুর সঙ্গে রাজস্থানের গঙ্গা খাল সংযুক্ত করারও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই বিষয়গুলিই বিস্তারিত জানানো হবে উত্তর ভারতের বাসিন্দাদের।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement