সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড়মুড় করে পড়েছে ডলার পিছু টাকার দাম। মূল্যবৃদ্ধিতে জেরবার মানুষ। সম্প্রতি জিএসটি (GST) পরিষদের নির্দেশে প্যাকেটজাত চাল, আটা, মুড়ির মতো রোজকার প্রয়োজনের সামগ্রীর উপরে নতুন করে কর বসেছে। এই অবস্থায় খানিক স্বস্তিদায়ক নির্দেশিকা জারি করল কেন্দ্র। ভোজ্য তেল (Edible Oil) উৎপাদক সংস্থাগুলিকে এক সপ্তাহের মধ্যে লিটারে ১০ টাকা দাম (সর্বোচ্চ বিক্রয় মূল্য) কমানোর নির্দেশ দিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। পাশাপাশি কোম্পানিগুলিকে বলা হয়েছে, দেশজুড়ে ভোজ্য তেলের দাম একই রাখতে হবে এবার থেকে।
গত মাসে একাধিক সংস্থা তাদের ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১০ থেকে ১৫ টাকা অবধি কমিয়েছিল। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম আরও কিছুটা কমেছে। এই পরিস্থিতিতে বুধবার ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে কেন্দ্রের খাদ্য মন্ত্রক। সেই বৈঠকেই সংস্থাগুলিকে তেলের দাম লিটার পিছু ১০ টাকা করে কমাতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে আরও জানা গিয়েছে, সংস্থাগুলির সঙ্গে এদিনের বৈঠকের পর খাদ্য মন্ত্রকের সচিব ঘোষণা করেছেন, দাম কমানোর পাশাপাশি একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম সারা দেশে একই থাকবে এরপর থেকে।
কেন্দ্রের এই নির্দেশিকা স্বস্তিদায়ক হলেও ক’দিন আগেই জিএসটি পরিষদের সুপারিশে প্যাকেটবন্দি তথা সংস্থার লেবেল সাঁটা দই, লস্যি, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ি, মাছ, মাংসের মতো পণ্যের উপরে বসানো হয়েছে ৫ শতাংশ হারে জিএসটি। এমনকী ব্যাংকের চেকবই পেতেও গ্রাহককে দিতে হবে কর। সেক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি চেপেছে।
এছাড়াও হোটেলের ১০০০ টাকার কম ঘর ভাড়ার উপরেও ১২ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত হয়েছে। আইসিইউ (ICU) বাদে, হাসপাতালের যেসব কক্ষের ভাড়া ৫০০০ টাকার উপরে সেগুলির উপরেও ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। তবে আগের মতোই কর ছাড় পাবে মোড়ক এবং লেবেলড ব্র্যান্ড নেম ছাড়া পণ্যগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.