প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধে জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে। আর এমাসের শেষ থেকেই নতুন দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ। এরমধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি হার কমানোর পর ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ দিল কেন্দ্র। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন মূল্য।
সংবাদ সংস্থার খবর, ডিলার, খুচরো বিক্রেতা, রাজ্য ওষুধ নিয়ন্ত্রক এবং সরকারকে বিশেষ ফর্মে সংশোধিত মূল্য তালিকা জারি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে। যাতে সংশোধিত এমআরপি-র উল্লেখ থাকে। কিন্তু ওষুধ সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, তাই সংস্থাগুলিকে ২২ সেপ্টেম্বরের আগে বাজারে থাকা নির্দিষ্ট ওষুধের স্টকগুলি প্রত্যাহার বা নতুন মূল্যের জন্য লেবেল করার প্রয়োজন নেই। তবে ঘাটতি রোধ করার জন্য সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল করতে পারে।
জিএসটি কাউন্সিলের সভায় ৩৩টি ওষুধের উপর জিএসটি বাতিল করা হয়েছে, যা বিশেষ করে ক্যানসার, রক্তের ব্যাধি এবং অন্যান্য গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আগে এই ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি আরোপ করা হত, যা এখন সম্পূর্ণরূপে বাতিল করে শূন্য শতাংশ করা হয়েছে বা জিএসটি মুক্ত করা হয়েছে। এর স্পষ্ট অর্থ হল, রোগীদের আর এই ব্যয়বহুল ওষুধ কেনার উপর কর দিতে হবে না। এর ফলে চিকিৎসার খরচ কমবে এবং অসুস্থ রোগী এবং তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.