সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পুরস্কার। সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের চাকরির মেয়াদ আরও আটমাস বাড়িয়ে দিল কেন্দ্র। ২০২৬ সালের মে মাস পর্যন্ত তিন সেনার সমন্বয়ক তথা সর্বাধিনায়ক পদে থাকবেন চৌহানই।
২০২২ সালের ২৮ অক্টোবর প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর এবার তিন সেনার সর্বোচ্চ পদে বসেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। চলতি মাসেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বুধবার কেন্দ্রের নিয়োগ কমিটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত সেনা সর্বাধিনায়ক পদে থাকবেন জেনারেল চৌহান। একই সঙ্গে তিনি কাজ করবেন সেনার সচিব হিসাবে।
এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিন সেনার মধ্যে সমন্বয়সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে সিডিএসের উপর। বিশেষজ্ঞদের ধারণা, এ হেন গুরুত্বপূর্ণ পদে অনিল চৌহানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চাইছে প্রতিরক্ষামন্ত্রক। লেফটেন্যান্ট জেনারেল চৌহান প্রায় ৪৫ বছর ধরে সেনার সঙ্গে যুক্ত। কাশ্মীরে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা আছে। সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও তিনি সামলেছেন। সেই অভিজ্ঞতাকেই পুঁজি করতে চায় ভারত।
তাছাড়া সদ্যই অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছে সেনা। তবে অপারেশন সিঁদুরের পর সেনার বিভিন্ন স্তরে আধুনিকীকরণ ও সংস্কারের কথা বলেছেন তিনি। তাঁর নেতৃত্বেই সেই কাজ করতে চায় কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.