Advertisement
Advertisement
Medicines

ক্যানসার, ডায়াবিটিস-সহ ৭১টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, জেনে নিন নতুন মূল্য

এমনকী কিছু সংস্থার তৈরি প্যারাসিটামল ওষুধেরও দাম স্থির করা হয়েছে।

Centre fixes Price of 71 medicines
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 15, 2025 2:00 pm
  • Updated:July 15, 2025 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবিটিসের মতো প্রাণদায়ী ওষুধও। বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) এই দাম ধার্য করেছে বলে খবর। 

Advertisement

জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। যেমন- ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই ওষুধের দাম ১১ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পেপটিক আলসারের চিকিৎসায় ব্য়বহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্‌স’-এর একটি ওষুধ। যা তৈরি হয় ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রণে। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা।

এছাড়া ডায়াবিটিস চিকিৎসায় ব্য়বহৃত কিছু সংস্থার ২৫টি ওষুধেরও দাম বেঁধে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে সিটাগ্লিপ্টিন রয়েছে। এমনকী কিছু সংস্থার তৈরি প্যারাসিটামল ওষুধেরও দাম স্থির করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্য়ম সূত্রে খবর, ২০১৩ সালের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনে এই নতুন দাম স্থির করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে দেশে ৭৪৮টি ওষুধের দাম বাড়ায় কেন্দ্র। মূল্যবৃদ্ধির বাজারে প্রাণদায়ী ওষুধের এহেন দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল আমজনতার। কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছিল বিভিন্ন বিরোধীদল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement