প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তারিখ পে তারিখ নয়। পেনশনের জন্য এক আধিকারিক থেকে আর এক আধিকারিকের কাছে চক্কর কাটা নয়। পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে শেষ হয়, এবং কর্মীরা যাতে অবসরের পরই সমস্তরকম অবসরকালীন সুবিধা পান, সেটা নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করল মোদি সরকার। এবার পেনশনভোগীদের যাবতীয় সমস্যা এবং প্রশ্নের সমাধান করার জন্য ‘পেনশন বন্ধু’ নামের আলাদা আধিকারিক নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ নির্দেশিকা দিয়ে জানিয়েছে, অবসরের পরদিনই যাতে কর্মীরা সব বকেয়া পেয়ে যান এবং পরের মাসের প্রথম দিনই যাতে পেনশন হাতে পান সেটা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে কর্মীরা সময়মতো অবসরকালীন সুবিধা পাচ্ছেন না। সেই সমস্যা মেটাতে নয়া নির্দেশিকা। এতে বলা হয়েছে, কর্মীদের অবসরের পর বকেয়া নিয়ে যদি কোনও সমস্যা থাকে সেটা মেটানোর জন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। কোন কোন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরাই করবেন। তিনিই ‘পেনশন বন্ধু’ নামে পরিচিত হবেন।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘পেনশন বন্ধু’দের পেনশন সংক্রান্ত সব সমস্যার সমাধান কর্মীদের অবসরের আগেই সেরে ফেলতে হবে।ভিজিল্যান্স ক্লিয়ারেন্স যেন অবসরগ্রহণের আগেই হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। অবসরের পর কর্মীদের যাতে কোনও সমস্যা না হয়, মাসের পর মাস অপেক্ষা করতে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই ওই পদক্ষেপ। আন্তঃমন্ত্রক সমন্বয়ের মাধ্যমে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.