Advertisement
Advertisement
Centre

জটিলতা কাটাতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিক একটাই বোর্ড, ৭ রাজ্যকে সুপারিশ কেন্দ্রের, তালিকায় বাংলাও

তালিকায় আর কোন কোন রাজ্য?

Centre recommends common board for Classes 10, 12 in 7 states
Published by: Subhodeep Mullick
  • Posted:June 19, 2025 12:59 pm
  • Updated:June 19, 2025 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জটিলতা কাটাতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিক একটাই বোর্ড। সম্প্রতি সাত রাজ্যকে এমনটাই সুপারিশ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, কেরল, মণিপুর, ওড়িশা এবং তেলেঙ্গানা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সাত রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের ফেলের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেটা কমাতেই এই সুপারিশ করা হয়েছে।

এই মুহূর্তে দেশে মোট ৬৬টি বোর্ড রয়েছে। যার মধ্যে তিনটি জাতীয় স্তরের বোর্ড এবং ৬৩টি রাজ্য স্তরের বোর্ড। এই রাজ্যস্তরের বোর্ডগুলির মধ্যে ৩৩টি বোর্ডেই শুধুমাত্র ৯৭ শতাংশ পড়ুয়া রয়েছে। বাকি ৩৩টি বোর্ডে রয়েছে মাত্র ৩ শতাংশ পড়ুয়া। ফলে একটি অসম পরিকাঠামো তৈরি হয়েছে। বাড়ছে জটিলতাও।

স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার বলেন, “দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য অভিন্ন বোর্ড হলেই বিষয়টি সহজ হবে। এরকম না হলে পড়ুয়াদের পরীক্ষার ফল খারাপ হচ্ছে। তাই সাত রাজ্যকে আমরা একটি বোর্ড গঠন করার সুপারিশ করেছি।” প্রসঙ্গত, গতবছর সারা দেশে দশম শ্রেণিতে মোট ২২.১৭ লক্ষ পড়ুয়া ফেল করেছে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণিতে এই সংখ্যাটি ২০.১৬ লক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement