Advertisement
Advertisement
India Pak tensions

এবার হাতে হাত মিলিয়ে কাজ করবে ৩ সেনাবাহিনী! অপারেশন সিঁদুর আবহে বড় ঘোষণা কেন্দ্রের

২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন বিজ্ঞপ্তি।

Centre rules for unified command for tri services amid India-Pak tensions
Published by: Paramita Paul
  • Posted:May 28, 2025 11:58 am
  • Updated:May 28, 2025 1:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর আবহে বড় ঘোষণা কেন্দ্রের। এবার ‘যৌথ কমান্ডে’ পরিচালিত হবে ভারতের তিনবাহিনী। অর্থাৎ একই কমান্ডারের অধীনে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ এবং বায়ুসেনা। ২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন বিজ্ঞপ্তি।

Advertisement

২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণে হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পালটা ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই অপারেশন সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল তিন বাহিনী। সেইভাবেই শত্রুদের যোগ্য জবাব দিতে এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। এতদিন সীমান্তে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও তিন বাহিনীর মধ্যে সমন্বয় হত ধীর গতিতে। এবার সেই জটিলতা কাটল। একই কমান্ডারের অধীনে কাজ করবে তিন বাহিনী। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবে তিন বাহিনীর সেনাকর্মীরা। তাদের মধ্যে কোনও দ্বিধাধন্দ তৈরি হবে না।

 

প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্যই হল প্রতিরক্ষাকে আরও জোরদার করা। উল্লেখ্য, তিনবাহিনীকে যৌথভাবে পরিচালনার বিষয়টি আগে থেকেই ভাবনাচিন্তা করছিল কেন্দ্রীয় সরকার। তাই ২০২৩ সালের বাদল অধিবেশন সংসদের দুই কক্ষেই পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল, ২০২৩। তারপর সেই বছরই ১৫ আগস্ট বিলটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপরই তা আইনে পরিণত হয়।

নয়া এই আইন ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয় অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার। এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ