Advertisement
Advertisement

Breaking News

Bihar STF

পাটনায় হাসপাতালে ঢুকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারের পর গ্রেপ্তার ২ অভিযুক্ত

আগেই চার অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Chandan Mishra murder case: 2 accused injured in encounter with Bihar STF
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 22, 2025 11:28 am
  • Updated:July 22, 2025 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পাটনায় পারস হাসপাতালে চিকিৎসাধীন বন্দি চন্দন মিশ্রকে খুনের ঘটনায় জালে অন্যতম তিন অভিযুক্ত। মঙ্গলবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল বলবন্ত কুমার সিং ও বরিরঞ্জন কুমার সিং।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে দু’টি পিস্তল ও একরাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশের গুলির লড়াইয়ে আহত হয় অভিযুক্ত দু’জন। তাদের বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিবার এই খুনের ঘটনায় কলকাতার নিউটাউন থেকে চারজনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। এরপরই বাংলার পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি প্রকাশ করে বিহার পুলিশ।

গত বৃহস্পতিবার সকালে পাটনার পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সঙ্গী। হাসপাতালের বেডেই গুলিতে মৃত্যু হয় চন্দনের। পুলিশ সূত্রের খবর, খুনের পর পাটনার হাসপাতাল থেকে একটি সাদা রঙের গাড়ি করে খুনিরা পালিয়ে যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভির ফুটেজে ওই গাড়িটির ছবি ধরা পড়ে। সেই সূত্রের খবর পেয়ে রাজ‌্য পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দারা হাইওয়ের বেশ কিছু ফুটেজ ধরে জানতে পারে, সেটি পূর্ব কলকাতার আনন্দপুরের একটি নামী বহুতল আবাসনে প্রবেশ করেছে। কিন্তু ওই আবাসনে তল্লাশি চালিয়ে গাড়িটির সন্ধান মেলেনি। সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে গোয়েন্দারা জানতে পারেন যে, সেখান থেকে বেরিয়ে গাড়িটি বিভিন্ন জায়গায় ঘুরে ফের যায় আনন্দপুরের একটি গেস্ট হাউসে। তার সামনে থেকেই গাড়িটির সন্ধান মেলে। এরই মধ্যে বিহার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার করা হল দুই অভিযুক্তকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement