নন্দিতা রায়, নয়াদিল্লি: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ সরকারের শীর্ষ নেতামন্ত্রীরা। এনডিএ’র জোটসঙ্গীদের নেতারাও উপস্থিত ছিলেন।
তাৎপর্যপূর্ণভাবে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেভাবে জনসমক্ষে দেখা যায়নি ধনকড়কে। তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হয়েছে, বিজেপির উপর ক্ষোভ থেকেই নিজেকে আড়াল করে নিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তবে রাধাকৃষ্ণণের শপথ মঞ্চে তিনি প্রকাশ্যে এলেন। উত্তরসূরির শপথের সাক্ষী থাকলেন। শুধু তাই নয়, একেবারে প্রথম সারিতে থেকে পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এবং আর এক প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও উপস্থিত ছিলেন।
এদিনের শপথ অনুষ্ঠানে বিরোধী শিবিরের বড় দলগুলির লোকসভা এবং রাজ্যসভার দলনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মল্লিকার্জুন খাড়গে, ডেরেক ও ব্রায়েনদের মতো নেতারা উপস্থিত থাকলেও কাউকে প্রথম সারিতে বসার সুযোগ দেওয়া হয়নি।
মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী সুদর্শন রেড্ডিকে পরাস্ত করেন রাধাকৃষ্ণণ। তাঁর জয় নিয়ে কোনও সংশয় ছিল না। খাতায়কলমে এনডিএর পক্ষে ছিল ৪২৭টি ভোট। পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের ১১টি ভোট পেয়েছে এনডিএ শিবির। সব মিলিয়ে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা ছিল ৪৩৮টি। সেখানে ফলপ্রকাশের পর দেখা যায় তিনি পেয়েছেন ৪৫২টি ভোট। অন্যদিকে, বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন মাত্র ৩০০ ভোট। সেখানে বিরোধী শিবিরের ৩২১ ভোট পাওয়ার কথা ছিল। আবার বাতিলও হয় ১৫টি ভোট। স্বাভাবিকভাবেই ক্রস ভোটিংয়ের প্রশ্ন উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.