Advertisement
Advertisement
Yogi Adityanath

‘কর্মসংস্থান বাড়াতেই জিএসটি কাঠামোয় বদল’, মোদির প্রশংসায় যোগী

আর কী বললেন তিনি?

Change in GST structure to increase employment, says Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:September 23, 2025 2:54 pm
  • Updated:September 23, 2025 3:15 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: মানুষের ক্রয়ক্ষমতা, বাজারে চাহিদা এবং কর্মসংস্থান বাড়াতেই জিএসটি কাঠামোয় বদল আনা হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, নয়া এই জিএসটি কাঠামোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীপাবলির উপহার বলেও আখ্যা দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার সকাল থেকেই কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো। সস্তা হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দাম কমছে এসি এবং গাড়ির। আবার বেশ কিছু পণ্যকে জিএসটি মুক্তও করা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী বলেন, “মোদির নির্দেশেই নবরাত্রির প্রথম দিন থেকে এই নয়া জিএসটি হার কার্যকর হয়েছে। জিএসটি কমলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে চাহিদাও বাড়বে। এই চাহিদা আবার ভোগ বৃদ্ধি করবে এবং ভোগ উৎপাদনকে ত্বরান্বিত করবে। ফলে কর্মসংস্থান বাড়বে।”

তিনি আরও বলেন, “অনেক পণ্য এবং পরিষেবার উপর করের হার ৫ শতাংশ বা শূন্যেও নামিয়ে আনা হয়েছে। জীবনদায়ী ওষুধগুলিকে সম্পূর্ণরূপে জিএসটি মুক্ত করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য প্রয়োজনীয় ওষুধের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। কৃষিজাত কিছু দ্রব্যের উপর জিএসটি ৫ শতাংশ আবার কিছু দ্রব্যকে জিএসটি মুক্ত করা হয়েছে। শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জিএসটি প্রত্যাহার করা নেওয়া হয়েছে।” জিএসটি কাঠামোয় সংস্কারের জন্য মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও ধন্যবাদ জানিয়ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ