Advertisement
Advertisement
Meghalaya Honeymoon Murder Case

স্ত্রী সোনমের সামনেই খুন হন রাজা! জমা পড়ল ৭৯০ পাতার চার্জশিট

সমস্ত ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

Chargesheet filed in Meghalaya honeymoon murder case
Published by: Biswadip Dey
  • Posted:September 7, 2025 1:58 pm
  • Updated:September 7, 2025 1:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমা পড়ল মেঘালয় হানিমুন হত্যা মামলার ৭৯০ পাতার চার্জশিট। ইন্দোরের ব‌্যবসায়ী রাজা রঘুবংশী হত‌্যাকাণ্ডে গোটা দেশে শিহরন খেলে গিয়েছিল। এবার নজর মামলার চার্জশিটের দিকে। সেখানে খুন, খুনের ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের অভিযোগে রাজার সদ‌্য বিবাহিত স্ত্রী সোনম রঘুবংশী, তঁার প্রেমিক রাজ কুশওয়াহা-সহ তিন ভাড়াটে খুনির নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

পুলিশের হাতে সমস্ত ফরেনসিক রিপোর্ট এলে সহ অভিযুক্ত সিলোমি জেমস, বিল্ডিংয়ের মালিক লোকেন্দ্র টোমার ও নিরাপত্তারক্ষী বলবীর আহিরওয়ারের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হবে। চার্জশিটে দাবি করা হয়েছে, সোনমের সামনেই খুন করা হয় রাজাকে।

উল্লেখ্য, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজার স্ত্রী সোনমের সঙ্গে প্রেম ছিল তঁার বাবার কারখানার কর্মী রাজের। অভিযোগ, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ইন্দোর থেকে তিন ভাড়াটে গুন্ডা আকাশ রাজপুত, বিশাল চৌহান, আনন্দ কুরমিকে এনে রাজাকে খুন করান তঁারা। খুনের জন‌্য তঁারা গুন্ডাদের ২০ লাখ টাকা দিয়েছিলেন। ৮ জুন উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেন সোনম। এর একদিন পরে ধরা পড়ে তঁার প্রেমিক রাজও।

এদিকে জানা গিয়েছিল, মেঘালয় পুলিশ হানিমুন হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দ্বিতীয় একটি মঙ্গলসূত্রের হদিশ পেয়েছে। এই দ্বিতীয় মঙ্গলসূত্রকে কেন্দ্র করেই যাবতীয় রহস্য। রাজা রঘুবংশীর দাদা বিপিন রঘুবংশীর দাবি, পুলিশ দ্বিতীয় যে মঙ্গলসূত্র উদ্ধার করেছে সেটা সম্ভবত রাজ ও সোনমের বিয়ের প্রতীক। সোনমের কাছে দুটি মঙ্গলসূত্র পাওয়া গিয়েছে। প্রথমটি তাঁর পরিবার থেকে উপহার দেওয়া। আর দ্বিতীয়টি রাজ কুশওয়াহার দেওয়া। বিপিন বলছেন, “রাজাকে খুন করার পর রাজ আর সোনম যখন আত্মগোপন করল তখনই তারা বিয়ে করেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ