Advertisement
Advertisement

Breaking News

Air India

কেবিনে পোড়া গন্ধ! মাঝআকাশ থেকেই মু্ম্বইতে ফিরল এয়ার ইন্ডিয়ার চেন্নাইগামী বিমান

মাঝআকাশে ফের বিমান বিভ্রাট।

Chennai-bound Air India flight returns to Mumbai after burning smell in cabin
Published by: Subhodeep Mullick
  • Posted:June 29, 2025 9:55 am
  • Updated:June 29, 2025 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিভ্রাট। এবারও নাম জড়াল এয়ার ইন্ডিয়ার। কেবিনে পোড়া গন্ধের জেরে মাঝআকাশ থেকেই মুম্বইতে ফিরল চেন্নাইগামী একটি বিমান। শুক্রবার এই ঘটনাটি ঘটলেও শনিবার তা প্রকাশ্যে এনেছে বিমান সংস্থাটি।

জানা গিয়েছে, গত ২৭ জুন অর্থাৎ শুক্রবার এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ বিমানটি মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ আকাশে আচমকা বিমানের কেবিন থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। তারপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় বিমানের মধ্যে। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যোগাযোগ করা হয় মুম্বই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটি ফের মুম্বইতে ফিরে য়ায়। অবতরণের পর প্রত্যেক যাত্রী এবং ‘ক্রু’-কে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। কিন্তু কী কারণে কেবিন থেকে ওই পোড়া গন্ধ পাওয়া গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, “মাঝআকাশে কেবিন থেকে হঠাৎই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। তাই নিরাপত্তার কথা মাথায় বিমানটিকে পুনরায় মুম্বইতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বিমানসংস্থার কর্মীরা যাত্রীদের সবরকম সহযোগীতা করেন। এই ঘটনার জন্য আমরা দুঃখিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement