Advertisement
Advertisement
Chhattisgarh

খুনের পর দেহ ট্রলিব্যাগে ফেলে পালনোর ছক! দিল্লি বিমানবন্দের গ্রেপ্তার ছত্তিশগড়ের দম্পতি

কী কারণে খুন হলেন যুবক?

Chhattisgarh couple arrested at Delhi airport for killed man

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 25, 2025 5:01 pm
  • Updated:June 25, 2025 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল ট্রলিব্যাগ। ভিতরে সিমেন্টের বস্তা। তার ভিতরে যুবকের দেহ। ফের ভয়ংকর হত্যাকাণ্ড দেখল দেশ। এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর। হত্যায় যুক্ত থাকার অভিযোগে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে।

Advertisement

রায়পুরের একটি কলোনির নির্জন জায়গায় রাস্তার ধারে ট্রলিব্যাগ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। জানা যায় মৃতের নাম কিশোর পাইকরা। বয়স ৪৫ বছর। তিনি চাঙ্গোরাভাথা গ্রামের বাসিন্দা ছিলেন। যুবক বিশেষভাবে সক্ষম বলে জানা গিয়েছে।

তাঁকে খুনে দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। ধৃত যুবকের নাম অঙ্কিত উপাধ্যায়। তিনি পেশায় আইনজীবী। তাঁর বাবা পুলিশে কর্মরত ছিলেন। অঙ্কিতের স্ত্রীর নাম শিবানী উপাধ্যায়। কী করে অভিযুক্তদের খোঁজ পেল পুলিশ?

যে জায়গা থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দম্পতির হদিশ পায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, যে গাড়িটি কিশোরের দেহ ফেলে যায় সেই গাড়ির পিছনে আরও একটি গাড়ি ছিল। সেই গাড়িতেই ছিলেন দম্পতি। পিছনে মুখ ঢেকে বসেছিলেন মহিলা।

রায়পুরের এসএসপি লাল উম্মেদ সিং জানিয়েছেন, দিল্লি বিমানবন্দর থেকে কিশোরের খুনে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সন্দেহভাজনদের খোঁজ পাওয়ার পর ছত্তিশগড় পুলিশের একটি দল দিল্লি রওনা দেয়। তারপরই গ্রেপ্তার।

কিন্তু কেন এই খুন? জানা গিয়েছে, কিশোর একটি জমি ৫০ লক্ষ টাকায় বিক্রি করেন। তাতে সাহায্য করেছিলেন পেশায় আইনজীবী অঙ্কিত। এদিকে, টাকা গুনে দেখার সময় কিশোর দেখেন, ২০ লাখ টাকা কম আছে। তা নিয়ে বচসা বাঁধে অঙ্কিত ও কিশোরের। সেই আক্রোশ থেকেই খুন বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসা করে কারণ জানার চেষ্টা করছে। অভিযুক্ত দম্পতিকে দিল্লি থেকে রায়পুর আনা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ