Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

ধর্ষণের অভিযোগ প্রেমিকার, খাটতে হয়েছে জেল! অপমানে ‘আত্মঘাতী’ তরুণ ইঞ্জিনিয়ার

আমি ভালোবেসে ঠকে গিয়েছি', সুইসাইড নোটে বার্তা তরুণের।

Chhattisgarh man kills himself after allegation from girlfriend

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 30, 2025 10:48 am
  • Updated:September 30, 2025 10:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ এনেছিলেন প্রেমিকা। সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ার। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ভালোবাসায় ধাক্কা খেয়েই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ধর্ষণের অভিযুক্ত হিসাবে জেলও খেটেছেন ওই ইঞ্জিনিয়ার। মৃত্যুর ১৫ দিন আগে জামিনে মুক্ত হন। তরুণ ইঞ্জিনিয়ারের এমন পরিণতিতে শোকার্ত তাঁর পরিচিতরা।

Advertisement

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। জানা গিয়েছে, মৃতের নাম গৌরব সাভান্নি। ২৯ বছর বয়সি ওই ইঞ্জিনিয়ারের দেহ পাওয়া যায় রেললাইন থেকে। গত শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময়েই বোঝা যায়, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন গৌরব। পরে তাঁর লেখা সুইসাইড নোট উদ্ধার হয়। সেখান থেকেই জানা যায়, আত্মঘাতী হয়েছেন গৌরব। বিদায়বেলায় তাঁর বার্তা, ‘আমি ভালোবেসে ঠকে গিয়েছি’।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে একটা সময়ে নয়ডায় থাকতেন গৌরব। সেই সময়ে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। ক্রমে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি গৌরবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। প্রেমিকার দায়ের করা ধর্ষণের মামলাটি অবশ্য ভুয়ো বলে দাবি করেছিলেন গৌরব। কিন্তু ধর্ষণ মামলায় অভিযুক্ত হিসাবে জেল খাটতে হয় তাঁকে। অবশেষে দিনপনেরো আগে জামিন পেয়ে বাড়িতে ফেরেন গৌরব।

কিন্তু জেল থেকে ফেরার পর থেকেই মুষড়ে পড়েছিলেন গৌরব। হতাশায় ভুগছিলেন, সকলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কারোওর সঙ্গে কথা বলতেন না। গৌরবের বন্ধু সন্দীপ গুপ্তা বলেন, ‘ও সবসময়ে খুব হাসিখুশি থাকত। কিন্তু সম্প্রতি যা যা ঘটেছে তাতে খুব ভেঙে পড়েছিল।” গৌরব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলেও মত তাঁদের। আপাতত আত্মহত্যার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ