Advertisement
Advertisement
Chhattisgarh

ফের সাফল্য ছত্তিশগড়ে! আত্মসর্পণ মাও নেত্রী গীতার, মাথার দাম ছিল ৫ লক্ষ

মাওবাদী আন্দোলনের প্রতি হতাশা থেকেই আত্মসমর্পণ বলে জানিয়েছেন তিনি।

Chhattisgarh maoist leader surrender at bastar

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 18, 2025 7:42 pm
  • Updated:October 18, 2025 7:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমনে ফের সাফল্য। আত্মসমর্পণ বস্তার ডিভিশনে সক্রিয় মাও নেত্রী গীতার। শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন গীতা অরফে কামলি সালাম। সদ্য ছত্তিশগড়ের ইতিহাসে সবথেকে বড় মাওবাদী আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। তারপরেই গীতার আত্মসমর্পণ নিরাপত্তাবাহিনীর মাও-দমন প্রচেষ্টায় বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব বস্তার ডিভিশনে মাওবাদীদের কমান্ডার ছিলেন গীতা। তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা।

Advertisement

শনিবার পুলিশ সুপারিনটেনডেন্ট অক্ষয় কুমারের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর এই পদক্ষেপের কারণ হিসেবে মাওবাদী আন্দোলনের প্রতি হতাশা এবং সাম্প্রতিক আত্মসমর্পণের ঘটনাগুলির কথা উল্লেখ করেন গীতা।

শুক্রবার জগদলপুরে আত্মসমর্পণ করেন ২২১০জন মাওবাদী। পাশাপাশি ১৫৩টি অস্ত্র সমর্পণ করেন তারা। এরমধ্যে রয়েছে এক৪৭, গ্রেনেড লঞ্চার-সহ আরও অনেক অস্ত্র।

মাসখানেক আগেই আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। কয়েকদিন আগে সেই পথেই হাঁটেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। ৬০ জন কমরেড নিয়ে তিনি আত্মসমর্পন করেন। এর পরে বুধবার মাও-ঘাঁটি ছত্তিশগড়ের মোট তিনটি জেলা মিলিয়ে আত্মসমর্পণ করলেন আরও ৭৮ জন মাওবাদী। তাদের মধ্যে ৪৩ জন মহিলা।

প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ