সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ আমলে পুলিশি কাজকর্মে বহু উর্দু-পার্সি শব্দ ব্যবহার হত। পুলিশের অভিধান থেকে সেই সব শব্দ সম্পূর্ণভাবে মুছে ফেলল ছত্তিশগড় সরকার। বদলে সহজবোধ্য হিন্দি শব্দ আনা হল। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, এর ফলে সুবিধা হবে সাধারণ মানুষের। কোন কোন শব্দে বদল আনা হল?
‘হলফনামার’ হল ‘শপথপত্র’, ‘দফা’ হল ‘ধারা’, ‘ফরিয়াদি’ হল ‘শিকায়তকর্তা’ (অভিযোগকারী), ‘চসমদিদ’ হল ‘প্রত্যক্ষদর্শী’। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্বে। বিজয়ের নির্দেশ মতো সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের পুলিশপ্রধান। ইতিমধ্যে জেলা পুলিশের কাছে পৌঁছে গিয়েছে সেই বার্তা। যেখানে বলা হয়েছে, জটিল উর্দু ও ফার্সি শব্দের বদলে এবার থেকে সহজ হিন্দি শব্দ ব্যবহার করা হবে পুলিশি প্রক্রিয়ায়।
জানা গিয়েছে, পুলিশের অভিধানের ১০৯টি শব্দের হিন্দি প্রতিশব্দ ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ছত্তিশগড়ের উপমুখ্য়মন্ত্রী বলেছেন, অনেক সময় সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে এসে হেনস্তার শিকার হন। কারণ, তাঁরা আইনি প্রক্রিয়ার বহু শব্দ বুঝতেই পারেন না। সেকথা মাথা রেখেই এবার থেকে সহজ তথা বোধগম্য হিন্দি শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.