সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু রক্ষা দলের হুমকির পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কেএফসির দোকানে মুরগির মাংস দিয়ে তৈরি সব খাবার বিক্রি বন্ধ হয়ে গেল। শনিবার ওই দোকানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারা শুধু নিরামিষ খাবারই বিক্রি করছে।
শ্রাবণ মাসে শিবভক্তদের কানওয়ার যাত্রার কারণে মাংস বিক্রি করা যাবে না, হিন্দু দলের হুমকিতে মুরগি এই দাবি নিয়ে গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় কেএফসির দোকানটিতে ভাঙচুর চালায় হিন্দু রক্ষা দল। ওই সংগঠনের কয়েকজন যুবক গেরুয়া পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে শুক্রবার দোকানটিতে হামলা চালায়। গেরুয়া সংগঠনের হামলায় ভীত হয়ে শনিবার থেকেই তাদের দোকান থেকে সমস্ত আমিষ পদ তুলে নেয় কেএফসি। যোগী রাজ্যের পুলিশ এই ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যদিও ৮-১০ জনের বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় পুলিশকর্তা অভিষেক শ্রীবাস্তব জানিয়েছেন, বিস্তারিত তদন্তের পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে কেএফসিতে মুরগির মাংস বিক্রি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে গোটা দেশে।
যুব তৃণমূলের পক্ষ থেকে কেএফসিতে গেরুয়া সংগঠনের ভাঙচুরের ভিডিও দিয়ে প্রতিবাদ করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, এটা মানুষের খাদ্যাভাসের উপর বিজেপির আক্রমণ। উত্তরপ্রদেশের পর এবার দিল্লি, মুম্বই-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও এইভাবে শ্রাবণ মাসে কেএফসির দোকানে হামলা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে এখনই দেশের সর্বত্র গর্জে ওঠা প্রয়োজন বলেও তৃণমূল জানিয়েছে। কেএফসি কর্তৃপক্ষ এনিয়ে ভয়ে কোনও বিবৃতি দিতে চায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.