ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলা নিয়ে কংগ্রেস-বিজেপি বাগযুদ্ধ অব্যাহত। কংগ্রেস নেতা পি চিদাম্বরমের মন্তব্যকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁকে পালটা দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা ভেবেছিল ভারত। কিন্তু শেষপর্যন্ত আন্তর্জাতিক চাপের কারণেই নাকি পিছিয়ে আসতে হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার তথা কংগ্রেস সরকারকে। এমনই দাবি করেছিলেন চিদাম্বরম। বুধবার তাঁকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, সেই সময় কংগ্রেস আসলে দুর্বলতার বার্তা দিয়েছিল। এবার চিদাম্বরম এক্স হ্যান্ডলে সমালোচনা করলেন মোদির মন্তব্যের। তাঁর দাবি, প্রধানমন্ত্রী এই ইস্যুতে যা বলেছেন, তা ‘ভয়ঙ্কর’ মিথ্যা!
এদিন তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহৃত শব্দগুলি উদ্ধৃত করছি- ‘… বলেছেন ২৬/১১-র পর ভারত জবাব দিতে প্রস্তুত ছিল। কিন্তু কোনও দেশের চাপের কারণে তৎকালীন কংগ্রেস সরকার সেনাকে থামিয়ে দেয়।’ এই বিবৃতির তিনটি অংশ রয়েছে। প্রতিটি অংশই ভুল, ভয়ঙ্করভাবে ভুল। এটা অত্যন্ত অসন্তোষজনক যে, মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো নিজে কল্পনা করে আমার নামে বসিয়ে দিয়েছেন।’
I quote the Hon’ble PM’s words (as reported in ToI):
“…..has said India was ready to respond after 26/11, but because of the pressure exerted by some country, then Congress govt stopped India’s armed forces from attacking Pakistan.”
The statement has three parts, and each one…
— P. Chidambaram (@PChidambaram_IN)
উল্লেখ্য, একটি হিন্দি সংবাদমাধ্যমকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরম বলেন, ২০০৮ সালে ২৬/১১-র পর গোটা বিশ্ব যেন দিল্লিতে নেমে এসেছিল! আমেরিকার বক্তব্য ছিল ‘যুদ্ধ শুরু কোরো না’। তিনি জানান, প্রবীণ কূটনীতিকরাও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকতে পরামর্শ দেন। বিশেষ করে বিদেশ মন্ত্রকের তরফে যুদ্ধে বাধা দেওয়া হয় বলেও দাবি করেন চিদম্বরম। কংগ্রেস নেতার বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য ছিল, বিদেশি শক্তির কাছেই যে মাথা নুইয়েছিল কংগ্রেস সরকার তা এতদিনে স্বীকার করল তারা। পরে এই নিয়ে মুখ খোলেন মোদিও। বলেন, ”তৎকালীন কংগ্রেস সরকার দুর্বলতার বার্তা দিয়েছিল। সম্প্রতি, একজন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ২৬/১১ মুম্বই হামলার পর, আমাদের সেনা পাকিস্তানে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু অন্য দেশের চাপের কারণে, তৎকালীন কংগ্রেস সরকার সেনাকে থামিয়ে দেয়। কংগ্রেসকে বলতে হবে কে বিদেশি শক্তির চাপে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা জানার সম্পূর্ণ অধিকার আছে দেশের। কংগ্রেসের দুর্বলতা জঙ্গিদেরই শক্তিশালী করেছিল।” এবার তাঁকেই কাঠগড়ায় তুললেন চিদাম্বরম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.