Advertisement
Advertisement
Justice Yashwant Varma

‘উনি এখনও বিচারপতি, আপনার বন্ধু নন’, নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি বর্মার ‘অসম্মানে’ ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

অপসারণ না হওয়া পর্যন্ত তিনি বিচারপতি, সাফ জানাল সুপ্রিম কোর্ট।

Chief Justice BR Gavai reprimanded a lawyer for calling Justice Yashwant Varma just
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2025 1:07 pm
  • Updated:July 21, 2025 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মাকে শুধু ‘বর্মা’ বলে সম্বোধন! শুনানি চলাকালীনই আইনজীবীকে তোপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতির আচরণে ক্ষোভপ্রকাশ করে বললেন, “উনি কি আপনার বন্ধু? ভুলে যাবেন না উনি এখনও একজন সম্মানীয় বিচারপতি।”

Advertisement

ম্যাথুস নেদুম্বরা নামের এক আইনজীবী বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। তাঁর দাবি ছিল, নিম্ন আদালত বা পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক, যাতে ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে আইনজীবী নেদুম্বরা বিচারপতি বর্মাকে শুধু ‘বর্মা’ বলে সম্বোধন করেন। তাতেই ক্ষোভপ্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনি কি চান আমি এখনই মামলা খারিজ করে দি? তাহলে সেটাই করব। বিচারপতি বর্মা কি আপনার বন্ধু? আপনি কোন অধিকারে ওনাকে শুধু বর্মা বললেন?” কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতাও বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন।

উল্লেখ্য, বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে ওই তদন্ত কমিটি। সেই প্রমাণের ভিত্তিতেই ওই তদন্ত কমিটি বিচারপতি বর্মার অপসারণের সুপারিশ করেছে বলে সূত্রের খবর। সেই সুপারিশ পাওয়ার পর বিচারপতি বর্মার অপসারণে সচেষ্ট কেন্দ্র। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই যাতে সম্মিলিতভাবে বিচারপতি বর্মার ইমপিচমেন্ট প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করানো যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কেন্দ্র।

তবে অপসারণ না হওয়া পর্যন্ত তিনি বিচারপতি পদে আসীন থাকবেন। তাছাড়া অপসারণ প্রক্রিয়া রুখতে বিচারপতি বর্মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাই যতদিন তিনি অপসারিত না হচ্ছেন, ততদিন তাঁর সম্মান প্রাপ্য। তাঁকে বিচারপতি হিসাবেই সম্বোধন করতে হবে। সেটাই বুঝিয়ে দিলেন প্রধান বিচারপতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement