Advertisement
Advertisement

Breaking News

Chief Justice Gavai

‘আমি স্তম্ভিত’, এজলাসে হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির উপর হামলার নিন্দা কেন্দ্রের সলিসিটর জেনারেলেরও।

Chief Justice Gavai breaks silence on Shoe attack In Supreme Court

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:October 9, 2025 5:52 pm
  • Updated:October 9, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা এজলাসে তাঁর দিকে জুতো ছোড়া হয়েছিল। অতর্কিত সেই হামলায় তিনি রীতিমতো চমকে গিয়েছিলেন। এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি বিআর গাভাই। প্রধান বিচারপতির আসনে থাকা কারও উপর এভাবে হামলা চালানো যায় না। বলছেন অন্য বিচারপতিও।

Advertisement

গত সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশ কিশোর প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” নাটকীয় ওই ঘটনার পর অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শীর্ষ আদালত থেকে কোনও রকম অভিযোগ না পাওয়ার কারণে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। তবে অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল।

প্রধান বিচারপতি প্রাথমিকভাবে জানান, হামলার ঘটনায় তিনি বিশেষ ভাবিত নন। সম্ভবত সেকারণেই সুপ্রিম কোর্টের তরফে থানাতেও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার এক সপ্তাহ বাদে এসে প্রধান বিচারপতি বলছেন, “আমি এবং আমার সম্মানীয় সহকর্মী, সোমবার যা ঘটেছে তাতে স্তম্ভিত। তবে পুরো বিষয়টাই আমাদের কাছে বিস্মৃত অধ্যায়।”

এদিন ওপেন কোর্টে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াও। তিনি বলেন, “পুরো ঘটনা নিয়ে আমার নিজস্ব মতামত আছে। তবে দেশের প্রধান বিচারপতির উপর এই ধরনের হামলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।” কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতাও ওই সময় আদালতে ছিলেন। তিনিও ওই হামলার তীব্র নিন্দা করেন। তুষার মেহেতা বলেন, “প্রধান বিচারপতির আসনের আলাদা সম্মান আছে। এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ