Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

অন্ধ্রে বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার একাধিক সদ্যোজাত, গ্রেপ্তার ৫

দিল্লি, আহমেদাবাদ-সহ দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিল এই চক্রের জাল।

Child trafficking ring busted in Andhra Pradesh, 3 children rescued, mastermind arrested

উদ্ধার হওয়া সদ্যোজাত।

Published by: Amit Kumar Das
  • Posted:March 3, 2025 9:29 am
  • Updated:March 3, 2025 9:29 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে। ৩ সদ্যোজাতকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মাস্টারমাইন্ড-সহ ৫ মহিলাকে গ্রেপ্তার করল অন্ধ্র পুলিশ। তদন্তকারীদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে লক্ষ লক্ষ টাকায় নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত অভিযুক্তরা।

Advertisement

পুলিশ কমিশনার এসভি রাজাশেখরবাবু বলেন, এই চক্রের মূল অভিযুক্ত হলেন বিজয়ওয়াড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি বাগালাম সরোজিনী। তারই ইশারায় চলত গোটা চক্র। দিল্লি, আহমেদাবাদ-সহ দেশের নানা প্রান্ত থেকে শিশু এনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের বিক্রি করা হত নিঃসন্তান দম্পতিদের কাছে। শুধু তাই নয়, নিঃসন্তান দম্পতিদের বিশ্বাস অর্জন করতে ভুয়ো নথি ও সার্টিফিকেট দেখানো হত। অভিযুক্তরা দাবি, করত যে শিশুদের তাঁরা বিক্রি করছে তারা অনাথ। এই অপরাধে সরোজিনীর সঙ্গী ছিলেন শেখ ফারিনা, শেখ সৈদাবি, কোভভারুপা, ও পেডালা শিরিষা। দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছিল অভিযুক্তরা।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৬ মাসে এভাবে ৭টি শিশুকে বিক্রি করেছিল অভিযুক্তরা। আরও চার জনকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। যদিও তার আগেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। উদ্ধার করা হয় আরও ৩ শিশু। একাধিক ধারায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কীভাবে কোথা থেকে এই শিশুগুলিকে জোগাড় করত তাঁরা। দেশের কোথায় কোথায় এই শিশুপাচার চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ