সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচন হতে পারে অক্টোবর-নভেম্বরে। তার ঠিক আগেই বিজেপির উপরে চাপ বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান। স্পষ্ট জানালেন তাঁর দলকে সম্মানজনক সংখ্যার আসন দিতেই হবে। উল্লেখ্য, ২০২০ বিধানসভা নির্বাচনেও লড়েছিল চিরাগের দল। যদিও মাত্র ১টি আসনেই তারা জয়লাভ করেছিল। প্রসঙ্গত, বিহারের ভোটে সিট সমঝোতা বরাবরই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এবারও সেরকমই ইঙ্গিত মিলছে।
পাটনায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নবরাত্রির সময়ই আসন বণ্টন নিয়ে আলোচনা হবে। তাঁর আশা আলোচনায় বন্ধুত্বপূর্ণ রফাসূত্রই বেরিয়ে আসবে। সেই সঙ্গেই বিজেপির প্রতি তাঁর হুঁশিয়ারি, ”আমাদের দলকে সম্মানজনক সংখ্যার আসন দিতেই হবে। এর সঙ্গে আমরা কোনও সমঝোতা করব না।”
এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, মোট ২৪৩ আসনের মধ্যে একশোটি আসনে লড়বে নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি। বাকি প্রায় শ দেড়েক আসন বণ্টন করা হবে চিরাগের দল, রাষ্ট্রীয় লোক মোর্চা এবং জিতনরাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চার মধ্যে। চিরাগ চান অন্তত ৪০টি আসন তাঁদের দেওয়া হোক। তিনি নিজে কোনও সংরক্ষিত আসন নয়, সাধারণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। তাঁর দলের ‘পাখির চোখ’ শাহবাদ অঞ্চল, যেখানে এনডিও আগের বার খুব খারাপ পারফরম্যান্স করেছিল।
এদিকে এনডিএ-র অন্যতম শরিক বিজেপি শিগগিরি বৈঠক করবে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে। দাবি, বহু বিধায়ককেই এবার আসন দেবে না গেরুয়া শিবির। এর মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.