সংবাদ প্রতিদিন ডিজিটাল: ভোটমুখী বিহারে নীতীশ নৌকার দাঁড় টানতে বিদ্রোহ ঘোষণা চিরাগের! আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আগেই বিহারে এনডিএ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন লোক জনশক্তি দলের প্রধান চিরাগ পাসওয়ান। নীতীশ সরকারের তীব্র সমালোচনা করে এলজেপি প্রধানের বার্তা, ‘ভাবলে দুঃখ হয়, আমরা এই সরকারকে সমর্থন করি।’ চিরাগের বয়ান সামনে আসার পরই শোরগোল শুরু হয়েছে বিহার রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী আসন্ন নির্বাচনে এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে চিরাগের দল?
ভোটের প্রাক্কালে কয়েক মাস ধরে বিহারে অপরাধ চরম আকার নিয়েছে। শুরু হয়েছে খুনের রাজনীতি। একের পর এক রাজনৈতিক নেতা খুনে প্রশ্ন উঠতে শুরু করেছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। বিরোধীদের অভিযোগ, শাসকদল জেডিইউ ও বিজেপির যৌথ প্রশ্রয়ে শুরু হয়েছে এই খুনে রাজনীতি। প্রশাসনেরও কোনও হেলদোল নেই। এই পরিস্থিতির মাঝেই শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ সরকারের সমালোচনায় সরব হন চিরাগ পাসওয়ান।
লাগাতার অপরাধ রুখতে ব্যর্থ সরকারকে একহাত নিয়ে চিরাগ বলেন, “ভাবলে অত্যন্ত দুঃখ হয় আমরা এমন একটা সরকারকে আমাদের সমর্থন দিচ্ছি। এখানে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। অবিলম্বে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বিহারবাসীর জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তার ফল অত্যন্ত খারাপ হবে।” একইসঙ্গে চিরাগ বলেন, “এই অপরাধ বাড়ার কারণ নির্বাচনও হতে পারে। আমিও মনে করি সরকারকে বদনাম করার লক্ষ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায় রাজ্য প্রশাসনের। যেভাবে বিহারে একের পর এক খুন, অপহরণ, লুটপাট, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটছে তাতে এটা স্পষ্ট যে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ। যদি এমনটা চলতে থাকে তবে বিহারের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। সরকার যদি সামাল দিতে না পারে, তবে সরকারের উচিৎ সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া।”
| Patna, Bihar: On the law and order situation in the state, Union Minister Chirag Paswan says, “I feel sad that I am supporting such a government here…The way murders, kidnappings, looting, robbery, rapes have taken place one after the other in Bihar and now it seems as…
— ANI (@ANI)
উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে চিরাগ এনডিএ জোটের গুরুত্বপূর্ণ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হলেও, বিহারে নীতীশ সরকারে খুব একটা সন্তুষ্ট নন চিরাগ। বিধানসভা ভোটের আগে এর আগেও সে ইঙ্গিত মিলেছে। পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকার হত্যার ঘটনাকে সামনে রেখে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে চিরাগ বলেছিলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো উদ্বেগের। যে এলাকায় ব্যবসায়ীকে গুলি করা হয়েছে সেটা পাটনার অভিজাত এলাকা। মাত্র কয়েকশো মিটার দূরে রাজনৈতিক নেতাদের বাস। সেই এলাকাতেই যদি এমন হয়, তাহলে গোটা রাজ্যের কী অবস্থা!” কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট বলেন, “তিনি এমন একটা জোটকে সমর্থন করেন, যা গোটা দেশে সুশাসনের জন্য প্রতিষ্ঠিত। অথচ বিহারের এই অবস্থা!” অবশ্য নির্বাচনী জোট নিয়ে আলোচনা শুরু না হলেও চিরাগ জানিয়েছেন, “বিহারের বিধানসভা নির্বাচনে আমি লড়ব। আমি লড়ব কথাটা বলার অর্থ হল রাজ্যের ২৪৩ আসনেই আমি প্রার্থী দেব।” এই ডামাডোলের মাঝেই নীতীশ সরকারের বিরুদ্ধে চিরাগের এই ক্ষোভ বিহার ভোটের আগে এনডিএ-র জন্য অশনি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.