সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)। নীতিগত উদ্যোগের অংশ হিসেবে প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো দলকে গুরুত্বপূর্ণ অভিযানে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত দেশ।
মধ্যপ্রদেশের বারওয়াহায় অবস্থিত আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (RTC) মহিলা কমান্ডোদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৮ সপ্তাহের এই উন্নত কমান্ডো কোর্সটি উচ্চ-নিরাপত্তা স্থাপনা, প্ল্যান্টগুলিতে কুইক রিঅ্যাকশন টিম (QRT) এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF) এর দায়িত্ব পালনের জন্য মহিলা কর্মীদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ কর্মসূচিতে শারীরিক ও অস্ত্র চালনা, লাইভ-ফায়ার অনুশীলন, র্যাপেলিং, স্লাইডিং, জঙ্গলে বেঁচে থাকার অনুশীলন, প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি শেখানো হবে।
৩০ জন মহিলার দুটি ব্যাচ। ১১ আগস্ট থেকে ৪ অক্টোবর, ২০২৫ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করবে প্রথম ব্যাচ। এরপর দ্বিতীয় ব্যাচটি ৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রশিক্ষণ নেবে। বিভিন্ন বিমান নিরাপত্তা গোষ্ঠী (ASG) এবং CISF ইউনিট থেকে কমপক্ষে ১০০ জন মহিলা এই কর্মসূচি গ্রহণ করবেন। প্রশিক্ষণের পর প্রাথমিকভাবে বিমানবন্দরে এবং পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানে মোতায়েন করা হবে।
বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষমতায় নারীদের অন্তর্ভুক্তি লিঙ্গ সমতার একটি অনন্য দলিল। এতদিন এ ছিল কেবল পুরুষদের বিচরণ ক্ষেত্র। এবার থেকে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
বর্তমানে সিআইএসএফ-এ ১২৪৯১ জন (০৮%) নারী রয়েছেন এবং ২০২৬ সালে ২৪০০ জন নারী নিয়োগ করা হবে। আগামী বছরগুলিতে, নারী নিয়োগের পরিমাণ এমনভাবে রাখা হবে যাতে বাহিনীতে নারীর সংখ্যা কমপক্ষে ১০% বৃদ্ধি পায়।
সংখ্যা এবং ভূমিকা উভয় দিক থেকেই নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সিআইএসএফ সকল সশস্ত্র বাহিনীর মধ্যে শীর্ষস্থানীয় হয়ে উঠতে প্রস্তুত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.