Advertisement
Advertisement
Yogi Adityanath

বিকশিত উত্তরপ্রদেশ! যোগীর নেতৃত্বে সাড়া বাসিন্দাদের, মিলল আগামীর উন্নয়নের দিশা

রাজ্যের ৭৫টি জেলাতেই কথা বলছেন অফিসার ও বুদ্ধিজীবীরা।

Citizens actively contribute ideas for CM Yogi Adityanath’s ‘Viksit UP @2047’ mission
Published by: Hemant Maithil
  • Posted:September 16, 2025 6:41 pm
  • Updated:September 16, 2025 6:42 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ গত ৮ বছরে কতটা এগিয়েছে, তা বিচার করে আগামির রূপরেখা তৈরি করবে যোগী আদিত্যনাথ প্রশাসন। আর সেই লক্ষ্যেই শুরু হয়েছে নয়া প্রকল্প- ‘বিকশিত উত্তরপ্রদেশ@২০৪৭’। আগামী রবিবারের মধ্যে রাজ্যের ৭৫টি জেলাতেই সরকারি অফিসার ও বুদ্ধিজীবীরা যাবেন। কথা বলবেন পড়ুয়া, শিক্ষক, ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, শ্রমিক ইউনিয়ন, সংবাদমাধ্যম তথা সাধারণ নাগরিকদের সঙ্গে। আর এই কথোপকথনের উপরে ভিত্তি করে গত আট বছরের উন্নয়নের ছবিটা বুঝে নেবেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ‘সমর্থ উত্তরপ্রদেশ.ইউপি.গভ’-এ দেড় লক্ষ পরামর্শ ইতিমধ্যেই জমা পড়েছে। এর মধ্যে ১ লক্ষ পরামর্শ এসেছে কেবল গ্রাম্য এলাকা থেকে। বয়সের হিসেবে ৩১ বছরের অনূর্ধ্ব বয়সিদের সংখ্যা ৫০ হাজার। ৩১-৬০ বছর বয়সিদের সংখ্যা ৭৫ হাজার। দেখা যাচ্ছে, শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। সব মিলিয়ে ৫০ হাজার পরামর্শ জমা পড়েছে শিক্ষা নিয়ে। গ্রাম ও শহরের উন্নয়নের পরামর্শ জমা পড়েছে ২৫ হাজার। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ১৫ হাজার পরামর্শ জমা পড়েছে। সমাজকল্যাণের ক্ষেত্রেও তা ১৫ হাজার। এছাড়া কৃষিতে ২০ হাজার পরামর্শ জমা পড়েছে।

সবথেকে বেশি সাড়া মিলেছে কানপুর দেহাত, ফরাক্কাবাদ, জৌনপুর, বলরামপুর, প্রতাপগড়, ফিরোজাবাদের মতো জেলা থেকে। কেবল এই কয়েকটি জেলা থেকেই সাকুল্যে ৫৩ হাজার ৯৯৬টি সাড়া মিলেছে। কথা বলার পর অরুণকুমার দ্বিবেদী, দীপালি, বৈশালি রায়নাদের বক্তব্য, শিক্ষার সঙ্গে দক্ষতা উন্নয়নেরও নিবিড় যোগের পরিচয় মিলেছে। শহুরে এলাকায় বেসরকারি স্কুলগুলিতে খরচের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে অনেকেই পড়াতে সমর্থ হচ্ছেন না। এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও মানের উন্নয়ন ঘটানো একান্তই দরকার বলে মনে করছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ