Advertisement
Advertisement

Breaking News

Ahmedabad crash

‘পক্ষপাতদুষ্ট রিপোর্ট ছড়াচ্ছে’, বাদল অধিবেশনের শুরুতেই আহমেদাবাদ দুর্ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

স্বচ্ছভাবে তদন্ত চলছে, রাজ্যসভায় জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী।

Civil Aviation minister on Ahmedabad crash in monsoon session
Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 12:41 pm
  • Updated:July 21, 2025 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বাদল অধিবেশনের প্রথম দিনেই মুখ খুললেন কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী রামমোহন নায়ডু। দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই তিনি জানালেন, নিরপেক্ষভাবে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। দুর্ঘটনাগ্রস্থ বিমানের ককপিটের সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বলেই রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে রামমোহনের অভিযোগ, দুর্ঘটনা নিয়ে পক্ষপাতদুষ্ট নানা মত ছড়াচ্ছে। 

Advertisement

বাদল অধিবেশনের প্রথম দিনে পহেলগাঁও হামলা এবং এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। তারপর থেকেই সংসদের দুই কক্ষে অপারেশন সিঁদুর, বিহারের ভোটার তালিকা-সহ একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সুর চড়ান বিরোধীরা। তার জেরে বেলা ১২টা পর্যন্ত দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায়। পরে লোকসভার অধিবেশন মুলতুবি হয় দুপুর দু’টো পর্যন্ত। তবে বিরোধীদের স্লোগানিংয়ের মধ্যেই রাজ্যসভায় মুখ খোলেন রামমোহন নায়ডু।

অসামরিক বিমান পরিবহনমন্ত্রী বলেন, “এএআইবি স্বচ্ছভাবে তদন্ত করছে। কিন্তু কেবল ভারত নয়, পশ্চিমি মিডিয়াতেও একাধিক রিপোর্ট প্রকাশ হচ্ছে। পক্ষপাতদুষ্ট মতামত তুলে ধরা হচ্ছে। কিন্তু আমরা শুধুমাত্র তথ্যের ভিত্তিতে তদন্ত করছি। সত্যের পক্ষে থাকতে চাই। তদন্ত সম্পূর্ণ হলেই রিপোর্ট প্রকাশ হবে। তদন্তে যা কিছু তথ্য পাওয়া গিয়েছে, সেই সমস্তই রিপোর্টে তুলে ধরা হবে। নিরপেক্ষভাবে তৈরি করা হবে রিপোর্ট।” রাজ্যসভায় ভাষণ দিতে গিয়েই রামমোহন জানান, বিমানে থাকা যাত্রীদের পরিবারকে যে পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, একই অঙ্ক দেওয়া হবে বিমানের ধাক্কায় মৃত্যু হওয়া মেডিক্যাল কলেজের মৃতদের পরিবারকেও।

উল্লেখ্য, অধিবেশনের আগের দিনই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তদন্তের সম্পূর্ণ রিপোর্ট বেরনোর আগে কোনও বিষয়ে মন্তব্য করা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। একহাত নিয়েছেন সংবাদমাধ্যমকেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement