সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে অসামরিক সুরক্ষা মহড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু বুধবার রাতে ‘প্রশাসনিক’ কারণে তা স্থগিত করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের মহড়ার নতুন দিন ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ছয় রাজ্যে আগামী ৩১ মে অর্থাৎ শনিবার মক ড্রিল অনুষ্ঠিত হবে।
ভারত-পাক সংঘাতের আবহে গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের ২৭ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৪৪টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহের মন্ত্রক। কিন্তু ৬ মে রাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তারপর পাকিস্তানের সঙ্গে দিন চারেক প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেসময়ই ঠিক করা হয়েছিল ২৯ মে ফের সীমান্তবর্তী রাজ্যগুলিতে মক ড্রিল হবে। যদিও পরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি শুরু হয়ে যায়।
কিন্তু বুধবার রাতে সবকটি রাজ্যের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রশাসনিক’ কারণে ওই মক ড্রিল আপাতত ‘স্থগিত’ করা হচ্ছে। আচমকা এই সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এই আবহে ফের ছয় রাজ্যে মক ড্রিলের নতুন দিন ঘোষণা করল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.