Advertisement
Advertisement
CJI BR Gavai

‘সব ধর্মকেই সম্মান করি’, সনাতন ধর্মের অপমানের অভিযোগে ‘সাফাই’ প্রধান বিচারপতির

বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার মামলায় প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

CJI BR Gavai opens up on his statement about restoring idol

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 18, 2025 6:55 pm
  • Updated:September 18, 2025 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল চাপে পড়ে সাফাই দিতে হল প্রধান বিচারপতি বি আর গাভাইকে। খাজুরাহোর বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার মামলায় তিনি যে মন্তব্য করেছেন তাতে সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ। বিতর্কের মধ্যে গাভাই জানালেন, প্রত্যেক ধর্মকে তিনি সম্মান করেন। তাঁর মন্তব্যকে অযথা অন্যভাবে তুলে ধরা হচ্ছে বলেই মত প্রধান বিচারপতির।

Advertisement

বিতর্কের সূত্রপাত মধ্যপ্রদেশের একটি মামলা ঘিরে। খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন রাকেশ দেশাই নামের জনৈক ব্যক্তি। ওই বিষ্ণুমূর্তিটি মুগল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় মামলাকারীর তরফে। শীর্ষ আদালতে এক জনস্বার্থ মামলায় তিনি জানান, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও নজরে আনা হয়েছে। কিন্তু এটা তো শুধু প্রত্নতত্ত্বের বিষয় নয়, এর সঙ্গে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগও জড়িয়ে রয়েছে। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত।

কিন্তু প্রধান বিচারপতি মামলাটিকে গুরুত্বই দেননি। উলটে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন তিনি। সঙ্গে তাঁর মন্তব্য, “এটা স্পষ্টই প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে পড়ে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ ব্যাপারে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।” প্রধান বিচারপতির এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। তাঁদের বক্তব্য, ওই মন্তব্য সনাতন ধর্মের পরিপন্থী। হিন্দু দেবতাদেরও অপমান।

এখানেই শেষ নয়, প্রধান বিচারপতিকে চিঠি লিখে আইনজীবীরা দাবি করেন, ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধান বিচারপতিকে ইমপিচ করার দাবিও ওঠে সোশাল মিডিয়ায়। বিতর্কের মাঝে খানিকটা নতিস্বীকারের সুরেই বিচারপতি গাভাই বলেন, “আমি যা বলেছি সেটা নির্দিষ্ট একভাবে ঘুরিয়ে সোশাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। আমি সব ধর্মকেই সম্মান করি।” তবে এই ইস্যুতে প্রধান বিচারপতির পাশে দঁড়িয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement